ব্রেকিং:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বৃহস্পতিবার   ২০ ফেব্রুয়ারি ২০২৫   ফাল্গুন ৮ ১৪৩১   ২১ শা'বান ১৪৪৬

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সাগরদিঘী মডেল স্কুলের দশম তম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান।

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১০ ১০ ২৪  

সাগরদিঘী মডেল স্কুলের দশম তম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বুধবার । প্রত্যেক বছরের ন্যায় এ বছরো সাগরদিঘী মডেল স্কুল এর দশম তম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হলো সাগরদিঘী এস. এন. উচ্চ বিদ্যালয় ময়দানে। বেশ ঘটা করে সকাল সকাল অতিথিদের বরণপর্ব সেরে  স্কুলের বাচ্চাদের মাঠ পরিক্রমা করা হয়। অতিথিদের হাত ধরে সাগরদিঘী মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের পতাকা উত্তোলন করা হয়। এদিনের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে সাগরদিঘী মডেল স্কুলের অতিথি সহ ছাত্র ছাত্রী  ও অভিভাবকরা শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্যে দিয়ে  জাতীয় সংগীত পরিবেশন করা হয়। সুন্দর দৃশ্যের মধ্য দিয়ে ছোট ছোট বাচ্চাদের ড্রিল নাচের মধ্যে দিয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান কে সুন্দর করে তোলা হয় । এরপর বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের সুশৃঙ্খলা  নিয়মাবলী পালনের জন্য স্কুলের ছাত্র-ছাত্রীদের শপথ বাক্য পাঠ করানো হয়। প্রথমেই শুরু হয় ছোট ছোট বাচ্চাদের নিয়ে বল দৌড় প্রতিযোগিতা, এরপর একের পর এক ইভেন্ট ছিল আজকের বার্ষিক  ক্রীড়া অনুষ্ঠানে  যেমন, ব্যাগে বই নিয়ে দৌড় প্রতিযোগিতা, আলুর দৌড়  প্রতিযোগিতা, অংক দৌড়  প্রতিযোগিতা, বিস্কুট দৌড় প্রতিযোগিতা, ও বাচ্চাদের রান প্রতিযোগিতা । এদিনের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে সাগরদিঘী মডেল স্কুলের কর্ণধর সেলিম শেখ অভিভাবকদের উদ্দেশ্যে জানান যে বাচ্চারা যাতে পড়াশোনায় মনোযোগী হয়ে ওঠে সেই দিকে নজর রাখতে হবে, মোবাইলের যেমন ভাল দিক রয়েছে তেমন  ক্ষতিকারক ও দিক রয়েছে, ছোট ছোট বাচ্চাদের মোবাইল থেকে দূরে রাখতে হবে। সাগরদিঘী মডেল ইস্কুলের দশম তম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাগরদিঘী মডেল স্কুলের কর্ণধর সেলিম শেখ মহাশয়, বর্তমান সাগরদিঘী এস.এন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বিদ্যুৎ কুমার মন্ডল, সাগরদিঘী এস.এন.উচ্চ  বিদ্যালয় প্রাক্তন প্রধান শিক্ষক তামিজউদ্দীন মল্লিক মহাশয় । সাগরদিঘী মঙ্গলপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক শচীন পাল মহাশয়, সাগরদিঘীর বিশিষ্ট অভিনেতা রবিন দত্ত মহাশয়, সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক ও রক্তযোদ্ধা সঞ্জীব দাস, কান্দি রাজ কলেজের প্রফেসার ইসরাইল শেখ মহাশয়, ও বিশিষ্ট ব্যক্তিগণ। আজকের এই বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীর অভিভাবকদের উপস্থিতি ও সহযোগিতা  ছিল চোখে পড়ার মতো।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর