ব্রেকিং:
মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

শনিবার   ০১ নভেম্বর ২০২৫   কার্তিক ১৭ ১৪৩২   ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

অনুষ্ঠিত হল মলাট সাহিত্য পত্রিকার মোড়ক উম্মোচন ও কবি সম্মেলন

 

 

অনুষ্ঠিত হল মলাট সাহিত্য পত্রিকার মোড়ক উম্মোচন ও কবি সম্মেলন 

 

মোঃ ইজাজ আহামেদ ও ইমদাদুল ইসলাম 

 

শিয়ালদহ: আন্তর্জাতিক মলাট সাহিত্য পত্রিকার শারদ সংখ্যা ১৪৩২ প্রকাশ এবং মহা কবি সম্মেলন হয়ে গেল গত ২৭-অক্টোবর ২০২৫, সোমবার, শিয়ালদহের কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে। মহাসাড়ম্বরে প্রকাশিত হল ডক্টর স্বরূপ মালাকার সম্পদিত আন্তর্জাতিক মলাট সাহিত্য পত্রিকার শারদ সংখ্যা ও কবি সম্মেলন। এই বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হন প্রায় শতাধিক কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। সকাল ১১ টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠানটি চলে। এদিন পত্রিকা প্রকাশের পাশাপাশি সঙ্গীত, স্বরচিত কবিতা পাঠ, শ্রুতি নাটক, অতিথিবর্গের বক্তব্য ও উপস্থিত ব্যক্তিদের মেমেন্টো, মানপত্র প্রদান অনুষ্ঠিত হয়। এছাড়া কবিরত্ন সম্মাননা দেওয়া হয় ৭ জন কবিকে, সাহিত্যরত্ন সম্মাননা দেওয়া হয় ৫ জন সাহিত্যিককে, সঙ্গীত রত্ন সম্মাননা দেওয়া হয় ৫ জন সংগীতশিল্পীকে, জীবন কৃতি সম্মাননা দেওয়া হয় ১২ জন সাংস্কৃতিক ব্যক্তিত্বকে, বঙ্গরত্ন সম্মাননা দেওয়া হয় ৭ জন সাংস্কৃতিক ব্যক্তিত্বকে। বীরাঙ্গানা ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ সম্মাননা পান তিনজন বিদগ্ধ নারী। এছাড়াও প্রমিলা বালা দেবী স্মৃতি পুরস্কার ও গরবিনী কিংবদন্তি মাতা চুমকি দেবী পুরস্কার পান শিক্ষাবিদ, সাহিতিক ও সম্পাদক ডক্টর 

স্বরূপ মালাকার। তাছাড়াও কলকাতা প্রেস ক্লাব মহারাজা সম্মাননা ২০২৫ প্রদান করেন ডক্টর মালাকারকে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সহ ঝাড়খন্ড, বিহার, উড়িষ্যা প্রমূখ রাজ্য থেকে এবং বাংলাদেশ থেকে আগত কবি,সাহিত্যিকগণ। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বিশ্ববন্দিত সাহিত্যিক পৃথীরাজ সেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি ডক্টর শ্যামল গুপ্ত মহাশয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র গবেষক ও সংগীত স্রষ্টা আন্তর্জাতিক সংগীতশিল্পী ডক্টর দেবব্রত দত্ত মহাশয়, কবি ও সম্পাদিকা তনুশ্রী রায়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজসেবী মহ: ইউসুফ মল্লিক মহাশয় , সাহিত্যিক ও সংগঠক হিমাদ্রিশেকর দে মহাশয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রাক্তন ব্রিগেডিয়ার ও সাহিত্যিক তুষার কান্তি মুখোপাধ্যায়। অনুষ্ঠানটিকে দক্ষভাবে পরিচালনা করেন কবি ও বাচিক শিল্পী সুপ্রিয়া ঘোষ ও সম্পাদক ডক্টর স্বরূপ মালাকার। পত্রিকাটি পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার অন্তর্গত মৌগ্রাম থেকে প্রকাশিত হয়।

০৮:০৩ এএম, ৩০ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার

হীরা, সোনা ও রূপার বৈচিত্র্যময় সংগ্রহ।

 

 

০৩:৫০ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৫ শনিবার

পূর্ব মেদিনীপুরে ঝলমল কিসনা চাঁদিপুরে নতুন অধ্যায়ের সূচনা

হীরা, সোনা ও রূপার বৈচিত্র্যময় সংগ্রহ।

চাঁদিপুর, পূর্ব মেদিনীপুর, ২৫শে সেপ্টেম্বর ২০২৫:

ভারতের অন্যতম শীর্ষস্থানীয় ও বিশ্বস্ত হীরা-সোনা গহনার ব্র্যান্ড কিসনা এবার পৌঁছে গেল পূর্ব মেদিনীপুরের গ্রাহকদের দুয়ারে। খুচরা যাত্রার নতুন অধ্যায় রচনা করতে কিসনা আজ আনুষ্ঠানিকভাবে চাঁদিপুরে মল্লিক জুয়েলারি-তে তাদের উপস্থিতি ঘোষণা করল।

 

আধুনিক ডিজাইনের ছোঁয়া ও সাশ্রয়ী মূল্যের সমন্বয়ে সাজানো এই শোরুমে থাকছে হীরা, সোনা এবং রূপার নানাবিধ গহনার চিত্তাকর্ষক সংগ্রহ—যা প্রতিটি গ্রাহকের রুচি ও প্রয়োজন অনুযায়ী সাজানো হয়েছে।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুচরা অংশীদার মিঃ মনোজ মল্লিক, কিসনার রাজ্য প্রধান মিঃ হিমাদ্রি মুখার্জি, বিক্রয় ব্যবস্থাপক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

 

কিসনার ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর মিঃ ঘনশ্যাম ধোলকিয়া বলেন—

“চাঁদিপুরে আমাদের নতুন শোরুমের সূচনা শুধুমাত্র ব্যবসার সম্প্রসারণ নয়, বরং আমাদের দীর্ঘদিনের স্বপ্নকে আরও এক ধাপ এগিয়ে নেওয়া। আমরা প্রতিশ্রুতিবদ্ধ আমাদের গ্রাহকদের হাতে বিশ্বস্ত, আকর্ষণীয় ও সহজলভ্য মূল্যের গয়না পৌঁছে দিতে। আমাদের লক্ষ্য খুব স্পষ্ট—ভারতের প্রতিটি কোণে কিসনার উপস্থিতি নিশ্চিত করা।”

 

কিসনার ডিরেক্টর মিঃ পরাগ শাহ যোগ করেন—

“আমাদের উদ্দেশ্য কেবল গয়না বিক্রি নয়, বরং প্রতিটি গ্রাহকের মনে বিশ্বাসের আলো ও সম্পর্কের সৌন্দর্য পৌঁছে দেওয়া। চাঁদিপুরের মতো সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ শহরে কিসনার উপস্থিতি আমাদের সেই দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন।”

 

খুচরা অংশীদার মিঃ মনোজ মল্লিক তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন—

“এটি আমাদের জন্য গর্বের বিষয়। চাঁদিপুরের গ্রাহকরা এখন পাবেন বিশ্বমানের গয়না সংগ্রহ, যেখানে মিলবে সৌন্দর্য, গুণমান ও অসাধারণ পরিষেবা। আমি বিশ্বাস করি এই শোরুম শহরের জুয়েলারি খুচরা বাজারে এক নতুন মানদণ্ড স্থাপন করবে।”

 

এবার থেকে চাঁদিপুর এবং সমগ্র পূর্ব মেদিনীপুরের গ্রাহকরা নিজেদের শহরেই উপভোগ করতে পারবেন কিসনা’র বিশ্বমানের ঝলমলে গয়নার সংগ্রহ—যা প্রতিটি বিশেষ মুহূর্তকে করে তুলবে আরও দীপ্তি

ময় ও স্মরণীয়।

০৩:৪৫ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৫ শনিবার

সাগরদিঘীতে ফের মানবিক উদ্যোগ বিধায়কের

১০:৪৩ এএম, ২৫ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার

Puspaprovat Patrika