ব্রেকিং:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

শুক্রবার   ২১ ফেব্রুয়ারি ২০২৫   ফাল্গুন ৯ ১৪৩১   ২৩ শা'বান ১৪৪৬

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

অরঙ্গাবাদে প্রথম বইমেলার উদ্বোধন, বই প্রকাশ ও সংবর্ধনা

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২১ ১১ ১১ ৫৩  

অরঙ্গাবাদে প্রথম বইমেলার উদ্বোধন হল ১৪ ফেব্রুয়ারি আজ রবিবার পথের দাবীর আয়োজনায় ও ডি এন সি কলেজের সহযোগিতায় । বিশিষ্ট চিকিৎসক হেফজুর রহমান মহাশয়ের প্রধান ভূমিকায় কিছু তরুণের উদ্যোগে অরঙ্গাবাদবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হলো আজ। উদ্বোধন করেন বিশিষ্ট প্রাবন্ধিক, কবি কাজী আমিনুল ইসলাম মহাশয় এবং বিশিষ্ট গিটারিস্ট, কবি সৌমেন্দু লাহিড়ী মহাশয়। সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী জাকির হোসেন মহাশয়, কবি, নাট্য অভিনেতা, সম্পাদক সৈয়দ শীষ মহম্মদ মহাশয়, বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক চন্দ্র প্রকাশ সরকার মহাশয়, দীপক কুমার দাস মহাশয়, ডঃ সুনীল কুমার দে মহাশয়, ঈশান আলি মহাশয়, জুলফিকার আলি মহাশয়, স্থানীয় কবি সাহিত্যিকগণ প্রমুখ। এদিন কবি মোঃ ইজাজ আহামেদের একক কাব্যগ্রন্থ 'মনের পাণ্ডুলিপি' প্রকাশিত হয়। কবিদের সম্মাননা পত্র ও মেডেল দিয়ে সম্মানিত করা হয়।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর