ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

ভোকেশনাল শিক্ষকদের বিক্ষোভ কলকাতা কারিগরি ভবনের সামনে

খান আরশাদ, কলকাতা

প্রকাশিত: ২১ আগস্ট ২০১৯ ১৫ ০৩ ২৫  

 

 

রাজ্যের বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষকরা বিভিন্ন দাবী দাওয়া নিয়ে আন্দোলন শুরু করেছেন। তাঁদের এই আন্দোলনকে স্তিমিত করার জন্য শিলিগুড়িতে পুলিশ লাঠিচার্জ করেছিলো। জখমও হয়েছিলেন কয়েকজন শিক্ষক। এরপর ফের রাত দুপুরে তেত্রিশ জন শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনার নিন্দা করে প্রতিবাদের ঝড় ওঠে রাজ্য জুড়ে।

বুধবার শিক্ষকরা কলকাতায় কারিগরি ভবনের সামনে বিক্ষোভ দেখান। আন্দোলনরত শিক্ষকরা জানান তাঁদের দাবীগুলো কারিগরি মন্ত্রীকে জানাবেন। 

আন্দোলনরত সংগঠনের বীরভূম জেলা কনভেনার হাফিজুল করিম আকবরী জানান তাঁদের দাবীগুলি হল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী নির্দিষ্ট বেতন কাঠামো ঠিক করা হোক। বৃত্তিমূলক বিভাগে কর্মরত সকল শিক্ষক ও প্রশিক্ষকদের কাউন্সিলকে অ্যাপ্রুভ্যাল লেটার প্রদান করে স্থায়ীকরন করতে হবে। সকল কর্মীর প্রভিডেন্ট ফান্ড ও অবসরকালীন সুযোগ সুবিধা দিতে হবে। এসব দাবী পুরণ না হলে তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। 

তিনি এও জানান মন্ত্রী তাঁদের সকলের সামনে এসে শিক্ষকদের দাবীগুলো শুনুন এবং প্রতিশ্রুতি দিন।

আন্দোলনকারীদের পক্ষে উপস্থিত রয়েছেন রাজ্য কনভেনার দেলওয়ার হোসেন, বর্দ্ধমানের জয়েন্ট কনভেনার আজমিরা খাতুন, বীরভূম জেলা জয়েন্ট কনভেনার অমিত দাস, মইনুদ্দিন প্রমুখ। 

 

 

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর