ব্রেকিং:
মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বৃহস্পতিবার   ০৬ নভেম্বর ২০২৫   কার্তিক ২২ ১৪৩২   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

পরিষেবার দাবি ঘিরে বিক্ষোভ আজিমগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, আশ্বাস দিলেন নির্মল মাঝি

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫ ১৯ ০৭ ২৩   আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ ১৯ ০৭ ২৩

সংবাদদাতা আনারুল হক :জিয়াগগঞ্জ-মুর্শিদাবাদব : দীর্ঘদিনের পরিষেবা ঘাটতি ও অব্যবস্থাপনার অভিযোগ ছিল আগে থেকেই ,বুধবার দুপুর নাগাদ বিক্ষোভে ফেটে পড়লেন আজিমগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ঘিরে এলাকার বাসিন্দারা। এই বিক্ষোভে অংশ নেন জণগণ ফাউন্ডেশন ট্রাস্টের সদস্যরাও। অভিযোগ, স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের পরিকাঠামোগত সুযোগ-সুবিধা মারাত্মকভাবে অপর্যাপ্ত। বিক্ষোভকারীরা জানান, ভর্তি থাকা মহিলা রোগীদের জন্য পৃথক বাথরুমের ব্যবস্থা নেই, শয্যার সংখ্যা অপ্রতুল, চিকিৎসাকর্মীরা যথাযথ পরিষেবা দেন না, প্রয়োজনীয় ওষুধপত্রের জোগান অনিয়মিত। পাশাপাশি, ডাক্তার ও নার্সের ঘাটতি এবং চিকিৎসক সৌরভ মাহাতোর বদলিরও দাবি ওঠে বিক্ষোভ মঞ্চ থেকে। পরিস্থিতি সামাল দিতে উপস্থিত হন স্ট্যান্ড কমিটির চেয়ারম্যান নির্মল মাঝি, বিধায়ক গৌরী শংকর ঘোষ, BMHO, CMOH এবং আজিমগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষ।সব পক্ষের বক্তব্য শুনে নির্মল মাঝি জনতার দাবিদাওয়ায় সাড়া দিয়ে আশ্বাস দেন— বর্তমানে এখানে ১০টি বেড রয়েছে, তা বাড়িয়ে ২০টি করা হবে। ওষুধ ও স্যালাইন যাতে কখনও শেষ না হয়, সেজন্য কর্মীরা CMOH-কে অভিযোগ জানাবেন। এই এলাকা মূলত আদিবাসী, সংখ্যালঘু ও অর্থনৈতিকভাবে দুর্বল মানুষের, তাই এখানকার স্বাস্থ্য পরিষেবার দিকে বিশেষ নজর দেওয়া উচিত। তিনি আরও জানান, কোর্টের নির্দেশে গত দুই বছর কর্মী নিয়োগ বন্ধ ছিল। তবে নিয়োগ শুরু হলেই CMOH-কে অনুরোধ করছি, এখানে এক জন নতুন ডাক্তার ও তিন জন নার্স নিয়োগ করার। পাশাপাশি ডাক্তার সৌরভ মাহাতোকে বদলি করে জনদরদী চিকিৎসক পাঠানো হবে। স্থানীয় মানুষের আশা, চেয়ারম্যানের এই আশ্বাসের ফলে এবার হয়তো বহু প্রতীক্ষিত পরিবর্তন আসবে আজিমগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর