ব্রেকিং:
মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫   কার্তিক ২৩ ১৪৩২   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

ধুলিয়ান–পাকুড় রোডে জাতীয় সড়কে ধস! বিপর্যস্ত চলাচল, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ পথযাত্রীরা

প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৫ ০৯ ০৯ ২০   আপডেট: ৭ নভেম্বর ২০২৫ ০৯ ০৯ ২০

সফিকুল ইসলাম,সামসেরগঞ্জ: মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ ব্লকের অন্তর্গত ধুলিয়ান–পাকুড় রোডে ১৩৩ নং জাতীয় সড়কে ধস নামায় জনজীবন কার্যত বিপর্যস্ত। দীর্ঘদিন ধরেই রাস্তার অর্ধেক অংশ ধসে পড়ে রয়েছে। এর জেরে ছোট থেকে বড়—সব ধরনের যানবাহন চলাচলে মারাত্মক অসুবিধার সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষদের।

বেশ কয়েকদিন আগে ভারী বৃষ্টিতে পরিস্থিতি আরও শোচনীয় হয়ে উঠেছে। রাস্তায় ফাটাল ধরেছে, সাথে আরো কিছু অংশ ধসেগেছে। এই ধসের কারণে প্রায় প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। কখনও টোটো উল্টে যাচ্ছে, কখনও বাইক আরোহীরা পড়ছেন বিপদে। ফলে যানজটের সৃষ্টি হচ্ছে। দাঁড়িয়ে থাকতে হচ্ছে লরি চালক থেকে শুরু করে একাধিক যানবাহন। 

যাত্রীবাহী গাড়ি ও বাইক আরোহীদের অভিযোগ, ঝাড়খণ্ড–বাংলা সংযোগকারী ১৩৩ নং জাতীয় সড়কের এই গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। এই পথ দিয়ে একাধিক হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ব্যবসার ক্ষেত্রে হোক বা অন্য কোন ক্ষেত্রেই হোক, এই রাস্তা দিয়েই যেতে হয় রাজ্যে ও দেশের বিভিন্ন প্রান্তে।অথচ রাস্তাটির সংস্কারের কোনও উদ্যোগই নেওয়া হচ্ছে না।

বাইক চালক জাফর শরীফ ক্ষোভ প্রকাশ করে বলেন, যেই দপ্তরেই রাস্তার অধীনে থাক না কেন তাদের কাছে আমার দাবি তারা দ্রুত এই সমস্যার সমাধান করুক। প্রতিদিন দুর্ঘটনা আশঙ্কা থাকছে যে কোন সময় বড়স্র দুর্ঘটনা ঘটে যেতে পারে তখন এর দায় কে নেবে? 

এক লরি চালক জানান, নিত্যদিন ঝাড়খন্ড থেকে বাংলায় যে পাথর আসে তা এই রাস্তা দিয়ে যাতায়াত করে। রাস্তা খারাপ থাকাই ব্যবসার ক্ষতি হচ্ছে। প্রায় তিন থেকে চার মাস ধরে রাস্তা ধসে আছে। এই ধসের কারণে যানজট হচ্ছে, দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে, এমনকি ব্যবসার ক্ষেত্রেও বড় প্রভাব পড়ছে। তাঁর দাবি, “অবিলম্বে এই রাস্তা সঠিকভাবে মেরামত করা হোক।

স্থানীয় বাসিন্দা রুবেল শেখ জানান, ঝাড়খণ্ড ও বাংলার হাজার হাজার মানুষ এই রাস্তায় নির্ভরশীল। তিনি বলেন, “এই রাস্তা দিয়ে রাজ্যের তথা দেশের বিভিন্ন জায়গায় যেতে হয়। রাস্তার এই দুরবস্থা , রাস্তা মানুষের মৌলিক অধিকার সেটা নিয়ে অবহেলা না করে, অবিলম্বে মেরামতের ব্যবস্থা করা একান্ত প্রয়োজন।”

উল্লেখ্য যে, এই ধুলিয়ান পাকুড় রোড শুধুমাত্র স্থানীয়দের যাতায়াত পথ নয়। ঝাড়খণ্ড থেকে বাংলায় পাথর আসে এই রাস্তা দিয়ে। এছাড়া স্বাস্থ্য সেবা ও শিক্ষা প্রতিষ্ঠানের যাতায়াতের অন্যতম প্রধান সড়ক। দ্রুত মেরামতের দাবিতে সরব সাধারণ মানুষ।

 

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর