ব্রেকিং:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ১৮ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৪ ১৪৩২   ২০ জ্বিলকদ ১৪৪৬

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

নির্মল সপ্তাহ পালনে পড়ুয়াদের ঝোঁক দরিয়াপুর আই.বি উচচ বিদ্যালয়ে।

উজির আলি

প্রকাশিত: ২৮ আগস্ট ২০১৯ ০০ ১২ ৩৩   আপডেট: ২৮ আগস্ট ২০১৯ ০০ ১২ ৩৩

ঝাটা হাতে বিদ্যালয়ের মাঠ পরিষ্কার করছে ছাত্রীরা। নিজস্ব চিত্র

ঝাটা হাতে বিদ্যালয়ের মাঠ পরিষ্কার করছে ছাত্রীরা। নিজস্ব চিত্র

চাঁচলঃ

সারা রাজ্যের মতো ২৬ শে আগষ্ট মালদহের চাঁচল এলাকার ডি.আই. বি উচচ বিদ্যালয়েও শুরু হয়েছে নির্মল বিদ্যালয় সপ্তাহ পালন। সোমবার থেকে শনিবার টানা সাতদিন চলবে এই অভিযান। নির্মল সপ্তাহের প্রথম দিনে বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে  পার্শ্ববর্তী গ্রাম ও দরিয়াপুর বাজারে  শোভাযাত্রাও করেন। শোভাযাত্রায় পড়ুয়ারা হাতে হাতে সচেতনতা মূলক প্লাকার্ডের মাধম্যে এলাকার বসবাসকারীদের কাছে সুস্থ ও সামাজিক বার্তা পৌছায়।
 বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে গ্রামের মানুষজনের সঙ্গে কথা বলে তাদেরকে পরিষ্কার-পরিচ্ছননতা বিষয়ে সচেতন করাচ্ছেন ডি আই বি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। সাস্থ্য বিধি মেনে পানীয় জলের ব্যবহার বিধি সমন্ধে তাদের জানানো হচ্ছে বলে জানান উক্ত বিদ্যালয়ের শিক্ষক হারুন অল রশিদ। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পাশাপাশি গ্রামের মানুষদের পরিষ্কার পরিচ্ছনতা বিষয়টি হাতেনাতে শেখাচ্ছে বলে খবর। আগামী ৩১ শে আগষ্ট  শনিবার পর্যন্ত   এই নির্মল বিদ্যালয় সপ্তাহ পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়েছে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহঃ নাদেরুজ্জামান।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর