ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

আসামে মাদ্রাসা বন্ধ করা সম্পূর্ণ অসাংবিধানিক: আমীরে শরীয়ত

আবুল সাহিদ , শিলচর আসাম

প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২১ ১২ ১২ ১১  

রাজ্যের সব সরকারি মাদ্রাসা বন্ধ করে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের বিল পাস করেছে আসামের রাজ্য বিজেপি সরকার। মাদ্রাসার ছাত্রদের সাধারণ শিক্ষার মেন স্টিমে নিয়ে আসার যে প্রস্তাব সরকার দিয়েছে তা সম্পূর্ণ অসার ও গুরুত্বহীন। মাদ্রাসা শিক্ষা কোন বিচ্ছিন্ন কিছু নয়। অসম সরকার মাদ্রাসা শিক্ষা বিলুপ্তিকরণের যে সিদ্ধান্ত নিয়েছেন তা কতটুকু যুক্তিসঙ্গত। বৃহস্পতিবার দুপুরে বদরপুর পেট্রোল পাম্প সংলগ্ন বদরপুর বিবাহ ভবনে এক সাংবাদিক সম্মেলনে ডেকে 

উত্তর পূর্ব ভারত এমারতে শরয়ীয়া ও নদওয়াতুত তামীরের আমীরে শরীয়ত মাওলানা ইউসুফ আলী, উত্তর পূর্ব ভারত এমারতে শরয়ীয়া ও নদওয়াতুত তামীরের সাধারণ সম্পাদক আতাউর রহমান মাজারভূইয়া, জামায়াতে ইসলামী হিন্দের দক্ষিণ আসাম জোনের সভাপতি জনাব নুরুল ইসলাম মাঝারভূইয়া, মাদ্রাসা বাঁচাও আন্দোলন কমিটির চেয়ারম্যান মওলানা চৌধুরী উসামা মবরুর, নেজামূল মুসলিম সংগঠনের মওলানা তাহির আহমেদ, জামায়াতে ইসলামী হিন্দের দক্ষিণ আসাম জোনের সম্পাদক আহমদ আলি বিশিষ্ট সমাজসেবী হুসেইন আহমেদ মজুমদার, আব্দুল কালাম তাপাদার, মুখপাত্র আমটার মওলানা ফারুক আহমেদ লস্কর,নদওয়ার প্রসাশনিক সম্পাদক মওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, বলেন, সরকারের মাদ্রাসা তুলে দেওয়ার ফরমানের মূল উদ্দেশ্য কী এনিয়ে প্রশ্ন তোলেন। এই ফরমানের সাংবিধানিক বৈধতা কোথায়। সংবিধানের ২৮,২৯ ও ৩০ নম্বর ধারা, আসাম এডুকেশন্যাল রুলস অ্যান্ড ওর্ডার্স ১৯৫৪, দ্য আসাম মাদ্রাসা এডুকেশন ( প্রভিনসিয়ালাইজেশন ) অ্যাক্ট ১৯৯৫ এবং দ্য আসাম ভেঞ্চার মাদ্রাসা এডুকেশন ইন্সটিটিউশন ( প্রভিনসিয়ালাইজেশন অব সার্ভিস ) অ্যাক্ট ২০১১ অনুযায়ী পরিচালিত মাদ্রাসাগুলি বন্ধ করা সম্পুর্ন সংবিধান বিরোধী বলে মন্তব্য করেন তাঁরা।প্রথম পদক্ষেপ হিসাবে ইতিমধ্যেই মাদ্রাসা সঞ্চালক পদের বিলুপ্তি ঘটানো হয়েছে। অথচ দেশের অন্যান্য রাজ্যে সরকার পরিচালিত অনেক মাদ্রাসা বোর্ড রয়েছে। সেই সব রাজ্য সরকার বাজেটে অসম থেকে অনেক বেশি অনুদান মাদ্রাসার জন্য বরাদ্দ করে।উপরন্তু কিছুদিন আগে এমটেট বাতিল করার সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই সব মাদ্রাসা থেকে পাস করা হাজার হাজার ছাত্রের ভবিষ্যৎ আজ প্রশ্নের মুখে। অথচ এই সব মাদ্রাসা থেকে পাস করা অনেক খ্যাতিমান ছাত্র দেশ ও জাতির সেবা করে গেছেন।উত্তর পূর্ব ভারত এমারতে শরয়ীয়া ও নদওয়াতুত তামীরের সাধারণ সম্পাদক আতাউর রহমান মাজারভূইয়া, বলেন, ১৯৯৩ খ্রিস্টাব্দে রাজ্য সরকার ৯ টি মাদ্রাসা নিয়ে আসামে মাদ্রাসা এডুকেশন বোর্ড প্রতিষ্ঠা করেন। স্বাধীনতার পর মাদ্রাসা বোর্ডের নাম পরিবর্তন করে স্টেট মাদ্রাসা এডুকেশন বোর্ড করা হয়। তিনি আরও বলেন, বর্তমানে স্টেট মাদ্রাসা এডুকেশন বোর্ডের অধীনে তিন স্তরে অনুমোদিত ৭০৭ টি প্রভিনসিয়ালাইজেশন, শিক্ষক শিক্ষিকার সংখ্যা ৪৮ ১০ ছাত্র ছাত্রীর সংখ্যা এক লক্ষ দুইশ দুই ও মহিলা সিনিয়র মাদ্রাসা তিনটি, বালিকা প্রি সিনিয়র মাদ্রাসা ২৫ টি ভারতের ১২ টি রাজ্য মাদ্রাসা এডুকেশন বোর্ড আছে, বিহার, ছত্রিশগড়, মধ্যে প্রদেশ, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, প্রভৃতি, উত্তর পূর্ব ভারত এমারতে শরয়ীয়া ও নদওয়াতুত তামীরের আমীরে শরীয়ত মাওলানা ইউসুফ আলী বলেন, দ্যা আসাম রিপিলিং বিল ২০২০ পাশ করে ১৯৩০ ইংরাজী থেকে চলে আশা মাদ্রাসা শিক্ষা কে চিরতরে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, আসামের মুসলমানদের জনপ্রিয় সংগঠন সমূহ পক্ষে থেকে দাবি আসাম বিধানসভার বিশেষ অধিবেশনের আহবান করে দ্যা আসাম রিপিলিং বিল ২০২০ যেটা বর্তমানে আইনে পরিণত হয়েছে এটাকে বাতিল করে আসামের মাদ্রাসা গুলোকে পুনরায় ফিরিয়ে আনতে হবে নইলে আমরা আইনি ব্যবস্থা গ্রহন করব এ ব্যাপারে গৌহাটি উচ্চ ন্যায়ালয়ের অভিজ্ঞ কয়েকজন আইনজীবীদের নিয়ে একটি কমিটি বোর্ড গঠন করা হয়েছে।

                      উল্লেখ, বিধানসভার শীতকালীন অধিবেশনে কংগ্রেসসহ অন্যান্য বিরোধী দলের প্রতিবাদের মুখে বিলটি পাস হয়। আসামের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিরোধীদের প্রতিবাদ, আপত্তি উপেক্ষা করেই বিলটি পেশ করেন সভায়।বিলের প্রস্তাব অনুযায়ী, আসাম মাদ্রাসা শিক্ষা (প্রাদেশিকীকরণ) আইন, ১৯৯৫ এবং আসাম মাদ্রাসা শিক্ষা (কর্মচারীদের চাকরির প্রাদেশিকীকরণ ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান পুনর্গঠন) আইন, ২০১৮ দু’টি বাতিল করে দেয়া হবে। বিলটির আওতায় আসামের মাদ্রাসা শিক্ষা বোর্ডটিও নিষিদ্ধ করা হচ্ছে।এর আগে সরকারি মাদ্রাসার পাশাপাশি সংস্কৃত টোল বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল আসামের রাজ্য বিজেপি সরকার। তবে বুধবারের বিলটির মধ্যে সংস্কৃত টোল বন্ধ করে দেয়ার বিষয় উল্লেখ করা হয়নি।সম্প্রতি অসমের বেশির ভাগ মাদ্রাসাই বর্তমান শিক্ষামন্ত্রীর হাত দিয়েই প্রাদেশিকরণ হয়েছে। ফ্যাসিবাদী সরকার এই তথ্যগুলি ভুলে গেছে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ মাদ্রাসাগুলির কোন প্রকার রদবদল ও পরিবর্তন না করার জোরাল আবেদন জানান। সরকার যদি এই নায্য দাবিগুলি পূরণ না করে একতরফা ভাবে মাদ্রাসা সমূহ বন্ধ করে দেয় তবে উত্তর পূর্ব ভারতের মূখ্য পাঁচ সংগঠনের নেতৃবর্গ চুপ করে বসে থাকবেন না। বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলা সহ আইনী লড়াইয়ের মাধ্যমে মাদ্রাসার অস্তিত্ব করতে বদ্ধ পরিকর বলে হুঁসিয়ারি দিয়েছেন তাঁরা।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর