ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শনিবার   ১৮ জানুয়ারি ২০২৫   মাঘ ৫ ১৪৩১   ১৮ রজব ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

গুয়াহাটির স্কুলে

পড়ুয়াদের ভর্তি দাবীতে জাতীয় সড়ক অবরোধ

রাহাতুল আক্তার বড়ভূইয়া

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০১৯ ২২ ১০ ০৬  

পড়ুয়াদের ভর্তি দাবীতে ১৫৪ নং জাতীয় সড়ক অবরোধ

পড়ুয়াদের ভর্তি দাবীতে ১৫৪ নং জাতীয় সড়ক অবরোধ

জানকি বাজার তিনটি স্কুলে পড়ুয়াদের ভর্তি দাবীতে ১৫৪ নং জাতীয় সড়ক অবরোধ করা হয় । বিভিন্ন স্লোগান দিয়ে পরিস্থিতি উত্তপ্ত সৃষ্টি হয় ।

আজ ‌জানকী বাজার হাইস্কুল, এম ই স্কুল এবং সিনিয়র বেসিক স্কুলে ছাত্র ভর্তির দাবীতে শেষ পর্যন্ত সড়ক অবরোধে নামলেন কয়েকশত ছাত্র ছাত্রীর পিতামাতা এবং ছোটছোট ছাত্র ছাত্রীরা। প্রতি বছরের ন্যায় এবারও  উত্তরকাঞ্চনপুর জিপির বিভিন্ন    স্কুল থেকে অষ্টম শ্রেণী পাশ করে নবম শ্রেণীতে  ভর্তি করাতে জানকী বাজার হাইস্কুলে আসেন অভিভাবকরা। অন্যদিকে জানকি বাজার এমই স্কুল,  এবং সিনিয়র বেসিক  স্কুলে অনুরূপ ভাবে কয়েকদিন থেকে নিজের ছেলে মেয়েদেরকে ভর্তী করাতে দৌড়ঝাঁপ করতে দেখা যায় অভিভাবকদের। কিন্তূ স্কুলে ডেক্স বেঞের অভাব,  ক্লাস রুমের অভাব, শিক্ষক শিক্ষিকা এর  অভাব  ইত্যাদি অভিযোগ জানিয়ে নির্দিষ্ট সংখ্যক ছাত্র ছাত্রীদের ভর্তি দিয়ে  বাকি পড়ুযাদের ভর্তি দিতে পারেনি এই তিনটি স্কুলের প্রধান শিক্ষকরা । এই নিয়ে বিপাকে পড়েন স্কুল পড়ুয়ারা ও অভিভাবকরা।  শেষ পর্যন্ত গোটা বিষয়ে হস্তক্ষেপ করেন বরাক ভ্যালি সুরক্ষা সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি মোজিবুর রহমান চৌধুরী। বিভাগীয় তরফ থেকে কোন সু উত্তর না পাওয়ার জন্য শেষ পর্যন্ত ছাত্র ছাত্রীর অভিভাবক নিয়ে আজ জানকি বাজারে জাতীয় সড়ক অবরোধ করে পরিস্থিতি উত্তাল করে তুলেন তিনি। মুজিবুর রহমান  জানান শিক্ষা বিভাগ ও  জেলা প্রশাসন এবং চরম অবহেলার জন্য আজ জানকি বাজার এলাকার কয়েকশত ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ অন্ধকার হওয়ার পথে। স্কুল গুলিতে  ক্লস রুমের অভাব  শিক্ষকের অভাব ক্লাস রুমের ও অভাব হয়ে পড়েছে যার জন্য ছাত্র ছাত্রী  ভর্তি  হতে পারছে না   জানকি বাজারের প্রধান তিনটি স্কুলে। তিনি অভিযোগ করে বলেন অনেক  স্কুল রয়েছে  যেখানে ছাত্র নেই অথচ   শিক্ষক ভরপুর । কিন্তু  জানকি বাজার হাইস্কুল,  সিনিয়র বেসিক স্কুল এবং এমই স্কুলের  ছাত্র সংখ্যার অনুপাতে শিক্ষকের সংখ্যা  কম ক্লাস রুম ও অভাব ইত্যাদি । শিক্ষকের সংখ্যা কম থাকায় ছাত্র ছাত্রীদের পড়াশুনো করতে অসুবিধা হচ্ছে।  বার বার অভিযোগ করার পর জেলা শিক্ষা বিভাগ কোন পদক্ষেপ না নেওয়ার জন্য আজ শেষে পর্যন্ত বাধ্য হয়ে তিনি সড়ক অবরোধে নামেন বলে  জানান। জানকি বাজারের তিনটি স্কুলে অতিরিক্ত শিক্ষক নিয়োগ এবং ক্লাস রুমের ব্যবস্থা করে সব ছাত্র ছাত্রীদের স্কুলের ভর্তির সুযোগ  অতি সত্তর করে দিতে হবে।  যদি বিষয়টি সমাধান না হয় তবে তিনি পুনরায় আন্দোলন গড়ে তুলবেন বলে অভিযোগ করেন । সড়ক অবরোধ করে শিক্ষা বিভাগ ও জেলা প্রশাসনের  বিরুদ্ধে স্লোগান দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তুলেন ছাত্রছাত্রীরা । তারপর  কিছুক্ষণের মধ্যে অবরোধ স্থলে  ছোটে আসেন আলগাপুরের বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরী এবং স্থানীয় পুলিশ বাহিনী  । তবে  বিধায়ক হাজি নিজাম উদ্দিন চৌধুরী এই ব্যাপারে শিক্ষা বিভাগের সাথে আলোচনা করবেন আগামী দুদিনের মধ্যে সমাধান করার আশ্বাস দিয়ে সড়ক অবরোধে মুক্ত করান । বিধায়কের আশ্বাস পেয়ে কিছুটা শান্ত হন আন্দোলন কারীরা । এদিকে অনুরূপ প্রতিক্রিয়া ব্যাক্ত করেন জানকি বাজার এম ই স্কুলের প্রধান শিক্ষক নজরুল হক চৌধুরী তিনি জানান ১৩৩ টি ছাত্র ছাত্রী ভর্তির আবেদন করেছে তার মধ্যে ৫২ জন কে ভর্তি দেওয়া হয়েছে।  এরচেয়ে বেশী ভর্তি দিলে শিক্ষকের প্রয়োজন, নতুবা পাঠদানে অসুবিধা হবে। শিক্ষকের সমস্যা এবং ছাত্র ছাত্রীর বসার জায়গায় সমস্যা মিটিয়ে গেলে কোন ছাত্র ছাত্রীকে স্কুলে ভর্তি দিতে অসুবিধা হবে না বলে তারা জানান। জানকি বাজার হাইস্কুলের একমাত্র ইংরেজী শিক্ষক আনোয়ার হুসেইন তালুকদার বিগত  দুই বছর ধরে এন আর সি কাজের দায়িত্বে থাকায় ছাত্র ছাত্রীর বিরাট অসুবিধা হচ্ছেন এই কথা আগে থেকেই অভিভাবকদের মুখে শুনা গিয়েছে। এর প্রভাও কিছুটা পড়েছে বিগত বছরের মাধ্যমিক পরিক্ষায় ছাত্র ছাত্রীর ফলাফলে। অন্যদিকে জানকি বাজার এমই  স্কুলে শিক্ষার পরিবেশ অনেকটাই উন্নত বলা যায়  সেই হিসাবে এই স্কুলে নিজের ছেলে  মেয়েকে ভর্তি করাতে ছাত্রের  পিতামাতার দৌড়ঝাঁপ একটু বেশী পরিলক্ষিত হচ্ছে। জানকি বাজারে এলাকার একমাত্র হাইস্কুল হিসাবে পরিচিত জানকি বাজার হাইস্কুল। অন্যদিকে জানকী বাজার হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রজাক চৌধুরীর নিকট ছাত্র ভর্তি না দেওয়ার কারণ কি জানতে চাইলে তিনি এই প্রতিবেদক জানান উনার স্কুলে এ বছর নতুন করে ক্লাস নাইনে  ভর্তি হতে আবেদন করছে ১৬৪ জন পড়ুয়া। তার মধ্যে ৫৭ জন কে ভর্তি দেওয়া হয়েছে এবং  বিগত বছরের অনুর্তিন ছাত্র ছাত্রী মিলে বর্তমানে ক্লাস নবম শ্রেণী  এ পর্যন্ত রয়েছে  ১৩২ জন ছাত্রছাত্রী। অন্যদিকে স্কুলে শিক্ষকের অভাব, বসার জায়গা নেই ডেক্স ব্রেঞ্চ না থাকায় ।  বিগত এক বছর থেকে  স্কুলে নেই  সমাজ বিজ্ঞান ও ইংরেজী  শিক্ষক।  অন্যদিকে স্কুলের  তিনজন ক্ল্যাসিক্যাল  শিক্ষকের মধ্যে একজন মাধ্যমিক পাশ এবং  অন্য দুজন  উচ্চমাধ্যমিক পাশ। তাই শিক্ষকের অভাবের জন্য নিয়মিত পাঠদান দিতে অসুবিধা হচ্ছে বলে তিনি জানান।  অন্যদিকে মাধ্যমিক পরিক্ষায় ভাল ফলাফল না দেখাতে পারলে অভিভাবকদের কইফিৎ দিতে হয় উনাকে। ছাত্র অনুপাতে শিক্ষক না থাকার জন্য অতিরিক্ত ছাত্র ছাত্রী ভর্তি দিতে অসুবিধা হচ্ছে বলে তিনি জানান।
তাই প্রতি বছর এই সময়ে ছাত্র  ছাত্রীদের ভর্তি জন্য  সমস্যা দেখা দেয়। জানকি বাজারে এলাকায় দিন দিন বাড়ছে পড়ুযাদের সংখ্যা তাই  ছাত্র অনুপাতে  জানকি বাজার হাইস্কুলের  শ্রেণী কোটা সহ শিক্ষক বাড়ানোর প্রয়োজন বলে মনে করছেন অভিভাবকেরা। নতুবা প্রতি বছর দেখা দিবে এইভাবে ভর্তি জন্য সমস্যা। এদিকে  সড়ক অবরোধে উপস্থিত ছিলেন এআইউডিএফ আলগাপুর সমষ্টির সভাপতি নজরুল ইসলাম লস্কর , বিধায়ক প্রতিনিধি জামাল উদ্দিন চৌধুরী , বিশিষ্ট সমাজ সেবক বিলাল আহমেদ লস্কর , সহ অন্যান্যরা ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর