ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা

প্রকাশিত: ১১ আগস্ট ২০১৯ ১৯ ০৭ ৩৮  

জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে

বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ঔষধ বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয় মালদা ইংরেজবাজার ব্লকের মিল্কি এলাকায়। এলাকার গরীব ও দুঃস্থ মানুষের কথা ভেবেই এই দিনের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও  ওষুধ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয় । বিভিন্ন বিভাগের  পাঁচজন চিকিৎসক   দুঃস্থ রোগীদের  চিকিৎসা করেন । জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে  প্রায় ৭০০  রোগীর বিনামূল্যে চিকিৎসা করা হয়   ও ওষুধ বিতরণ করেন  বলে উদোগতারা জানান । তবে অন্যান্য রোগীর পাশাপাশি  মহিলা ও শিশু রোগীর উপস্থিতি ছিল  লক্ষনীয় ।  এই  কর্মসূচির    উদ্যোক্তা ছিল   মিলকি জামে মসজিদ ও মিলকী দারুল উলুম কালিমিয়া ফাইজান-ই - রিসালাত কর্তৃপক্ষ    উদ্যোক্তাদের তরফে মিলকি জামে মসজিদ কমিটির  সম্পাদক রবিউল ইসলাম বলেনএবারই  প্রথম গরীব দুঃস্থদের জন্য  বিনামূল্যে চিকিৎসা শিবির ও ঔষধ বিতরণ করা হয় ।     পাঁচ জন বিশিষ্ট  চিকিৎসক মালদা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের এস .ব্যানার্জি, মিলকীর মেডিক্যাল অফিসার শাহনাওয়াজ হোসেন, পি. কে দাস  , কোলকাতার চিকিৎসক কাওসার আহমেদ, ড: নুজহাত ইয়াসমিন  শিবিরে   চিকিৎসা করেন। এদিনের কর্মসূচিতে  উপস্থিত  মিল্কি গ্রাম পঞ্চায়েতের প্রধান নিজাম আলী, স্থানীয় সমাজসেবী অমর মিশ্রও বীরেন মন্ডল , মিলকি জামে মসজিদ কমিটির সভাপতি আজিজুর রহমান, মিল্কি হাই স্কুলের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, মিল্কি পুলিশ ফাঁড়ির   সোমনাথ অধিকারী প্রমুখ । তবে এই সেবামূলক কর্মসূচিতে এলাকার  আবদুল কাশেম, পারভেজ আখতার, লুৎফুর রহমান, আলি হোসেন, আরসেদ আলি, সেখ ফেকু প্রমুখদের   সহযোগিতা ছিল যথেষ্ট ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর