ব্রেকিং:
মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ১৩ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৭ ১৪৩২   ২০ রবিউস সানি ১৪৪৭

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা

প্রকাশিত: ১১ আগস্ট ২০১৯ ১৯ ০৭ ৩৮   আপডেট: ১১ আগস্ট ২০১৯ ১৯ ০৭ ৩৮

জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে

বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ঔষধ বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয় মালদা ইংরেজবাজার ব্লকের মিল্কি এলাকায়। এলাকার গরীব ও দুঃস্থ মানুষের কথা ভেবেই এই দিনের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও  ওষুধ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয় । বিভিন্ন বিভাগের  পাঁচজন চিকিৎসক   দুঃস্থ রোগীদের  চিকিৎসা করেন । জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে  প্রায় ৭০০  রোগীর বিনামূল্যে চিকিৎসা করা হয়   ও ওষুধ বিতরণ করেন  বলে উদোগতারা জানান । তবে অন্যান্য রোগীর পাশাপাশি  মহিলা ও শিশু রোগীর উপস্থিতি ছিল  লক্ষনীয় ।  এই  কর্মসূচির    উদ্যোক্তা ছিল   মিলকি জামে মসজিদ ও মিলকী দারুল উলুম কালিমিয়া ফাইজান-ই - রিসালাত কর্তৃপক্ষ    উদ্যোক্তাদের তরফে মিলকি জামে মসজিদ কমিটির  সম্পাদক রবিউল ইসলাম বলেনএবারই  প্রথম গরীব দুঃস্থদের জন্য  বিনামূল্যে চিকিৎসা শিবির ও ঔষধ বিতরণ করা হয় ।     পাঁচ জন বিশিষ্ট  চিকিৎসক মালদা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের এস .ব্যানার্জি, মিলকীর মেডিক্যাল অফিসার শাহনাওয়াজ হোসেন, পি. কে দাস  , কোলকাতার চিকিৎসক কাওসার আহমেদ, ড: নুজহাত ইয়াসমিন  শিবিরে   চিকিৎসা করেন। এদিনের কর্মসূচিতে  উপস্থিত  মিল্কি গ্রাম পঞ্চায়েতের প্রধান নিজাম আলী, স্থানীয় সমাজসেবী অমর মিশ্রও বীরেন মন্ডল , মিলকি জামে মসজিদ কমিটির সভাপতি আজিজুর রহমান, মিল্কি হাই স্কুলের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, মিল্কি পুলিশ ফাঁড়ির   সোমনাথ অধিকারী প্রমুখ । তবে এই সেবামূলক কর্মসূচিতে এলাকার  আবদুল কাশেম, পারভেজ আখতার, লুৎফুর রহমান, আলি হোসেন, আরসেদ আলি, সেখ ফেকু প্রমুখদের   সহযোগিতা ছিল যথেষ্ট ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর