ব্রেকিং:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

শনিবার   ২২ ফেব্রুয়ারি ২০২৫   ফাল্গুন ১০ ১৪৩১   ২৩ শা'বান ১৪৪৬

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

উত্তরবঙ্গে খোঁজ মেলেনি রক্তের, প্রসূতিকে বাঁচাতে ছুটে এলেন যুবক

নিজস্ব সংবাদদাতা

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০১৯ ১৯ ০৭ ১৬  

রক্ত দিচ্ছেন মোস্তাফিজুর রহমান(মতি) ছবি-প্রতিবেদক

রক্ত দিচ্ছেন মোস্তাফিজুর রহমান(মতি) ছবি-প্রতিবেদক

সারা উত্তরবঙ্গে খোঁজ মেলেনি রক্তের, প্রসূতিকে বাঁচাতে ছুটে এলেন যুবক 

নিজস্ব সংবাদদাতা,চাঁচল: ২৫  অক্টোবর

শুক্রবার মালদহের চাঁচল সুপার ষ্পেশালিটি হাসপাতালে এক যুবক রক্তদান করে বাঁচালেন প্রসূতিকে। 
যুবশক্তি সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি
বুধবার প্রসব যন্ত্রণা নিয়ে চাঁচল সুপার ষ্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন চাঁচল ২ নং ব্লকের জালালপুরের বাসিন্দা, ২৩ বছরের মেরিনা বিবি। সন্তান প্রসবের সময় অতিরিক্ত রক্তক্ষরণের জেরে মা ও সন্তানের প্রাণ নিয়ে টানাটানি শুরু হয়।
তবে সদ্যোজাতটি মৃত প্রসব হয় বলে খবর।
রক্ত ক্ষরনের ফলে দেহে রক্তের টান পড়ে প্রসূতির।
চিকিৎসক মহিলার অভিভাবককে B(-) নেগেটিভ রক্তের জোগান করতে বলেন।  হাসপাতালেরই ব্লাড ব্যাঙ্কে যোগাযোগ করলে ইনচার্জ অরবিন্দ দাস মহিলার সামী আজিজুল কে জানান, এই (B- )  নেগেটিভ রক্তে আমাদের হাসপাতালে জোগান নেয়। ব্লাড ব্যাঙ্কের অ্যাপসে খোঁজ  করলে শুধু মাত্র উত্তরবঙ্গের বালুরঘাটের হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে সঞ্চিত রয়েছে। সেখানে রক্ত চাইলে তা দুর্ঘটনায় আহতদের জরুরী ভিত্তিতে তা রাখা হয়েছে বলে জানান। 
 উপায় না দেখে চাঁচলের যুবশক্তি সংস্থার দ্বারস্থ হয় রোগীর পরিবার। 
যুব শক্তির বাবু সরকার সোশ্যাল মিডিয়ায় তল্লাশি চালান (B-) নেগেটিভ রক্তের।
সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে হাসপাতালে  রক্তের জোগানের জন্য এগিয়ে আসেন  হাজাতপুরের মোস্তাফিজুর রহমান ওরফে মতি (২৯) নামক এক যুবক। এক ইউনিট রক্তদান করে ওই মহিলাকে বাঁচান তিনি।

এক বছর ধরে বাবু সরকারের তৈরী যুবশক্তি দিয়ে মুমূর্ষ রোগীদের টানপোড়নে রক্তজোগানে উপকার পাচ্ছেন সাধারণ মানুষ। এই মহৎ উদ্যোগকে 
কুর্নিশ জানাচ্ছেন সরকারি দফতরের বিভিন্ন আধিকারিক ও আম জনতাগন।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর