ব্রেকিং:
জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

শুক্রবার   ০৪ জুলাই ২০২৫   আষাঢ় ১৯ ১৪৩২   ০৮ মুহররম ১৪৪৭

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বহমান জলকে ব্যাবহার ও সংরক্ষনের উদ্যোগ বীরভূমের লোকপুরে

সেখ রিয়াজউদ্দিন, বীরভূম

প্রকাশিত: ২৭ আগস্ট ২০১৯ ১৬ ০৪ ১৬   আপডেট: ২৭ আগস্ট ২০১৯ ১৬ ০৪ ১৬

 

 

 বীরভূম জেলার খয়রাশোল ব্লকের লোকপুর গ্রাম পঞ্চায়েতের অধীন শাল নদীর তীরে পঞ্চাশটা পরিবারের বসবাস নিয়ে অবস্থিত ছোট্ট একটি গ্রাম খন্নি। এই গ্রামে বিরাজমান হজরত সৈয়দ শাহতাজ ওলি (রহঃ)র মাজার শরীফকে ঘিরে প্রতিবছর বাংলা ৯ মাঘ থেকে সপ্তাহ ব্যাপী এখানে সম্প্রীতির এক মিলনমেলা অনুষ্ঠিত হয়। কিন্তু এই গ্রামে মানুষের দৈনন্দিন ব্যবহার্য হিসেবে নেই কোন পুকুর বা জলাশয়। শিশু শিক্ষা কেন্দ্র, কবরস্থান ও মাজার শরীফে একটি করে রয়েছে সরকারিভাবে তিনটি টিউবওয়েল । তবে  ভূগর্ভস্থ জলস্তর এখানে সামনে থাকায় প্রায় সকলের বাড়িতে রয়েছে নিজস্ব টিউবওয়েল, তাহা দিয়েই মূলত সারাদিনের সাংসারিক কাজকর্ম তথা পানীয় জল থেকে থালাবাসন ধোয়া,স্নান প্রভৃতি নির্ভরশীল সেই টিউবওয়েল। এবৎসর বর্ষায় তুলনামূলক ভাবে স্বাভাবিক বৃষ্টিপাত না হওয়ায় মাঠ একপ্রকার শুকনো । এলাকার গবাদিপশু সহ প্রাণীকূল ও সেই নদী এবং টিউবওয়েলের পানীয় জলের উপর নির্ভরশীল। পানীয় জলের সমস্যা নিয়ে আগামী দিনে যে হাহাকার দেখা দেবে সেই অসনী সংকেতের ছোঁয়া এখানে ও দেখা গেছে বা ভাবিয়ে তুলেছে। সেই ভাবনায় ভাবিত হয়ে এবং গ্রামবাসীদের সচেতনতা বৃদ্ধি করার জন্য গ্রামের থ্রি স্টার ক্লাবের উদ্যোগে গ্রাম পার্শ্ববর্তী  নদীর বহমান জলকে ধরে ব্যবহারের উপর জোর দেওয়া হয়েছে। এজন্য সদস্যরা আজ উৎসাহ নিয়ে শ্বেচ্ছাশ্রম দিয়ে   নদীতে স্নান সহ অন্যান্য কাজের  ব্যবহার্য করার উপযোগী করে তুলে। নদীতে জমে থাকা প্রচুর কচুরিপানা সহ অন্যান্য আবর্জনাকে ও পরিস্কার করে। যতটা সম্ভব টিউবওয়েল তথা ভূগর্ভস্থ জলস্তর এর ব্যবহার কমিয়ে জলসংরক্ষনের উপর জোর দেওয়া এবং স্বচ্ছতার ও বার্তা ছড়িয়ে দিতেই আজকের এই কর্মসূচি বলে জানান উদ্যোক্তাদের পক্ষে জামির মোল্লা, গোলাপ মোল্লা, কুতুব মোল্লা প্রমুখরা। যুবদের পাশাপাশি গ্রামের পুরুষ এবং মহিলাদের ও অংশগ্রহণে অনুষ্ঠানের মাত্রা এক অন্যরকম অনুভুতি হয়।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর