ব্রেকিং:
জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

শুক্রবার   ০৪ জুলাই ২০২৫   আষাঢ় ১৯ ১৪৩২   ০৮ মুহররম ১৪৪৭

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

ঘুরতে এসে রেলে কাটা পড়ে না ফেরার দেশে পিতা পুত্র, মা জখম

পুষ্পপ্রভাত প্রতিবেদক

প্রকাশিত: ১ জুন ২০১৯ ২০ ০৮ ০৩   আপডেট: ১ জুন ২০১৯ ২০ ০৮ ০৩

মালবাজার:

আত্মীয়ের বাড়িতে বেরাতে এসে রেলে কাটা পড়ে মৃত্যু ঘটল পিতা ও পুত্রের। মা জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে শনিবার দুফুর ১২ টা নাগাদ তিস্তা নদীর ব্রিজের কাছে ৩১ নম্বর পিলার সংলগ্ন মংপং পিকনিক স্পট এলাকায়। তাদের এক আত্মীয়া জানান আদপে নেপালের বাসিন্দা ইন্দ্রকুমার প্রধান (৩৬) ও তার স্ত্রী ললিতা প্রধান(৩০) দুই পুত্র নিয়ে মংপং এলাকায়  মামা বাড়িতে বেরাতে এসেছিলেন কয়েকদিন আগে। মংপং এলাকার উপর দিয়ে বয়ে গেছে শিলিগুড়ি - আলিপুরদুয়ার ব্রডগেজ রেলপথ। শনিবার দুফুর ১২টা নাগাদ ওই দম্পতির ছোট ছেলে রোহন (৫)খেলতে খেলতে রেললাইনের উপরে চলে আসে। সেই সময় শিলিগুড়ি থেকে চাংরাবান্ধা গামী ডেমো প্যাসেঞ্জার ট্রেন ওই রেলপথে আসছিল। ছেলেকে বাচাতে বাবা ও মা দৌড়ে ছুটে আসে রেললাইনে। ততক্ষণে রেল চলে এসেছে। ছেলেকে বাচাতে পারেনি বাবা ছেলের সাথে রেলে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায় বাবা

ইন্দ্র কুমার প্রধান ও পুত্র রোহন। মা ললিতা চলন্ত ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে জখম হয়। দ্রুত তাদের আত্মীরা ললিতাদেবীকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে সেখানে চিকিৎসা ধীন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শিলিগুড়ি থেকে জি আর পি পুলিশ। তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এই ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।                                                                                                    

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর