ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

গর্ভবতী মহিলাকে রক্ত দিয়ে বর্ষবরণ আসরাফুলের

এম এস আলাম

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৯ ০৬ ০৬ ৫১  

ধুলিয়ান

বাংলা তথা সারা দেশে জুড়ে ভোটের গরমা-গরম আবহাওয়ার সাথে সোমবার বাংলায় চলছে নববর্ষ বরণ,নতুন বছরের প্রথম দিনে ধুলিয়ানে দঃ মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মোয়াজ্জেমের প্রচার সভায় জনপ্রিয় টলিতারকা দেব কে দুপুরের প্রখর রোদ্রে দেখতে অন্যান্য যুবকদের মতোই প্রায় প্রস্তুতি নিচ্ছিলেন গোবিন্দপুর গ্রামের ক্ষুদ্র গ্রিল কারখানার ব্যাবসায়ী বছর পঁচিসের যুবক আসরাফুল হক,সে সময় তার বন্ধু পেশায় বয়লার মুরগি বিক্রেতা মোসারফ হোসেনের ফোনে যায় তার কাছে, জোতকাশী গ্রামের আনুয়ারা বিবি কে রক্ত দেওয়ার জন্য, রুগির কথা শুনে আসরাফুল রক্ত দিতে আগ্রহ প্রকাশ করলে মোসারাফ হোসেন ও তার বন্ধু সরিফ নওয়াজ মহিলার দিনমজুর স্বামী মৈমুর সেখ কে নিয়ে ফরাক্কার একটি বেসরকারী হাসপাতালে গিয়ে বি পজেটিব গ্রুপ এক ইউনিট রক্ত দেন ।

 

মহিলার স্বামী মৈমুর সেখের কথায় তার গর্ভবতী স্ত্রী আনুয়ারা বিবি(২৫) সোমবার সকালে কলতলাতয় জল আনতে গিয়ে পরে যাওয়ার কারনে রক্ত ক্ষরন শুরু হলে তড়িঘড়ি ফরাক্কার একটি বেসরকারী চিকিৎসা কেন্দ্রে ভর্তি করলে ডাক্তার বাবুরা রক্তের ব্যাবস্থা করতে বলেন, আমি পাশের গ্রামের মোসারফ কে বলি সে তার বন্ধু কে নিয়ে এসে রক্ত দিয়ে আমার স্ত্রী কে বিপদ মুক্ত করেছে তাদের এই মহত উপকার ভূলার নই !

 

রক্ত দাতা আসরাফুল হক বলেন পয়লা বৈশাখে আমার রক্ত দেওয়া দিয়ে শুরু এর জন্য আমি খুবই আনন্দিত আল্লাহর কাছে দোওয়া করি আমি যেন সারা বছর এইভাবেই কারো উপকার করতে পারি ।

 

মোসারফ হোসেন ও সরিফ নওয়াজ বলেন আমাদের কোন ওর্গানাইজেসন বা স্বেচ্চাসেবী সংস্থা নেই আমাদের একটায় সংস্থা বলতেন পারেন সেটা বন্ধুত্বের মনের মেল,আমরা বেশ কিছু বন্ধু মিলে মানুষকে রক্ত দিতে উৎসাহিত করি এবং নিজেরাও যে কোন ব্যাক্তিকে রক্ত দেওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকি ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর