ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শনিবার   ১৮ জানুয়ারি ২০২৫   মাঘ ৫ ১৪৩১   ১৮ রজব ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় ভুয়ো ডাক্তারের পর্দা ফাঁস

হক নাসরিন বানু

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৯ ২১ ০৯ ১৩  

 মালদা:

ভুয়ো ডাক্তারের পর্দা ফাঁস
বাংলা বিহার সীমান্ত লাগোয়া হরিশ্চন্দ্রপুর থানা এলাকায়। রমরমিয়ে চলছে ভুয়ো ডাক্তারের ব্যবসা। মাধ্যমিক পাস করেই জেনারেল ফিজিশিয়ান লিখে দিনের-পর-দিন চিকিৎসা করে যাচ্ছে যুবক। আর এই নিয়েই শুরু হয়েছে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কে সমস্ত অভিযোগ জানানো হলেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। মাধ্যমিক পাস ভুয়ো চিকিৎসকের নাম মোহাম্মদ নাদিম। বাড়ি এক সময় ছিল বিহারে। এরপর মালদায় বাংলা বিহার সীমান্ত লাগোয়া হরিশ্চন্দ্রপুর এলাকায় বসবাস শুরু করেছেন।ইতিমধ্যে সুলতাননগর বাজারে রীতিমতো ফিজিশিয়ানের সাইনবোর্ড টাঙ্গিয়ে দিব্যি চালিয়ে যাচ্ছে তার চিকিৎসার নামে ব্যবসা। সাইন বোর্ডের নামের সঙ্গে সার্টিফিকেট নামেই যথেষ্ট ভুল রয়েছে। আর এইভাবে গ্রামের মধ্যে রোগীদের স্যালাইন থেকে শুরু করে শিশুদের চিকিৎসা করে যাচ্ছে সে। যদিও মোহাম্মদ নাদিম জানান, গ্রামের ছোটখাটো চিকিৎসা করলেও স্যালাইন পরিষেবা তিনি দিতে পারেন না তা তিনি নিজের মুখে স্বীকার করে নিয়েছে। এই বিষয়ে মালদা জেলাশাসক কৌশিক ভট্টাচার্য্য বলেন, এইরকম ভুয়ো ডাক্তার থাকলে এলাকার মানুষের মধ্যে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকে। আমরা তদন্ত করে দেখছি। যদি কোন দোষ পাওয়া যায় তাহলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে জেলা প্রশাসনের পক্ষ থেকে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর