ব্রেকিং:
জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫   আষাঢ় ১৯ ১৪৩২   ০৭ মুহররম ১৪৪৭

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

একগুচ্ছ কবিতা

গোলাম রসুল

প্রকাশিত: ২৯ জুন ২০২৫ ১২ ১২ ৫১   আপডেট: ২৯ জুন ২০২৫ ১২ ১২ ৫১



একটি এভিনিউ পুড়ছে
গোলাম রসুল

আমি বন্য বই
জন্মের পাতাটা যখন পড়ছিলাম কাগজের গলির মধ্যে  হু হু করে ঢুকে পড়লো বরফের নক্ষত্ররা
আর আমি হয়ে গেলাম অচেনা মানুষ

এবং  হতভম্ব আমি এক টুকরো মেঘ খাচ্ছি

একটি হাহাকার কার্টুন যেটা  আমার জীবন
আমার কান্না ইতর জলের ফোঁটা
আমার নখ মৃত গিটার

বায়ুমণ্ডলের কাক
মাটির তলায় প্রাচীন মদের কলসি
ছায়ার কাঠ
জুন কিংবা ফেব্রুয়ারী মাস কোনোটাই আমাদের আশা মেটাইনি  বরং টেনে নিয়ে এসেছে একটি বৃহৎ থিম

যুদ্ধের জীবন্ত মুখ
আর থ্যাঁতলানো দেহ

আগুন 
সবুজ গান গাইছে

একটি এভিনিউ পুড়ছে

পাথরের মানুষ

দূর জল
ঝিঁঝি পোকার নৌকা
নৌকার কিবোর্ডের ওপরে আমার আঙুল
        


মহাকাল
গোলাম রসুল

যেদিন প্রথম মাকে ফেলে চলে এসেছিলাম সেদিন সূর্য ওঠেনি
বাবা ভাইবোন চেনা জানা সবাইকে রেখে দিয়ে এসেছিলাম চাঁদের মধ্যে

আমি দেখে এসেছিলাম আমার দাদার কবরের অর্ধেকটা ভেঙে গেছে
সেই আমি প্রথম দেখেছিলাম মাটির ভেতরে মহাকালকে

এখন আমি কবিতার মধ্যে বসবাস করছি
সেখানে একটা ব্রহ্মান্ডের ফাঁকা মাঠ রয়েছে
এবং সেখানে একটি কুয়ো রয়েছে অশ্রুতে ভর্তি
     


সূর্য চলে গেছে মেরুর দিকে
গোলাম রসুল

কোনো এক বসন্তের শুরুতে
পারমাণবিক আঘাতে যদি আমি বাষ্পীভূত হয়ে যাই তাও আমি কণামাত্র টিকে থাকবো যুদ্ধের বিরুদ্ধে
আমাদের আরও একটা জীবনের দরকার যেখানে ঈশ্বর বেশিরভাগ মানুষের হয়ে কাজ করছে

যুদ্ধের শব্দ বয়ে নিয়ে আসছে পবিত্র মরদেহ

একটা মৃতদেহ বন্ধুত্বসুলভ তাকিয়ে রয়েছে প্রতিপক্ষের এক মৃতদেহের দিকে
তারা নিজেরাই তাদের কফিন বয়ে বেড়াচ্ছে নোম্যানসলাণ্ডে

সূর্য চলে গেছে মেরুর দিকে
এবং সে চাঁদকে করব দিচ্ছে

মিথ থেকে ফুটে বেরুচ্ছে একটার পর একটা নক্ষত্ররা
এবং পৃথিবী একটি হত্যাকারীর সামনে

আমি গ্ৰহগুলোকে বলবো তোমরা পৃথিবীর কাছে চলে এসো এবং দরজা খুলে দাও
    


*কবিতাগুলি কবির কাছ থেকে মোঃ ইজাজ আহামেদ-এর দ্বারা সংগ্রহ করা হয়েছে।*

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর