ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

খুন হওয়া বিজেপি কর্মীর মৃতদেহ নিয়ে শ্রীরূপার শোক মিছিল

হক নাসরিন বানু

প্রকাশিত: ৩০ মার্চ ২০১৯ ০৮ ০৮ ৫৩  

দুষ্কৃতীদের গুলিতে নিহত মালদা হরিশ্চন্দ্রপুরের খিদিরপুর বটতলি গ্রামে যুবক পাতানু মণ্ডলের মৃতদেহ নিয়ে আজ মালদা শহরের রাস্তায় শোকমিছিল করল জেলা বিজেপি কর্মীরা৷ মিছিলে অংশ নেন দলের জেলা সভাপতি সঞ্জিৎ মিশ্র, উত্তর মালদা কেন্দ্রের দলীয় প্রার্থী খগেন মুর্মু, দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরি সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব৷ 

মিছিল শুরুর আগে সঞ্জিৎ মিশ্র বলেন, গত বৃহস্পতিবার মাঝরাতে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা আমাদের দলের একনিষ্ঠ কর্মী পাতানু মণ্ডলকে গুলি করে খুন করে৷ আজ তার দেহের ময়নাতদন্ত হল৷ খুব হৃদয়বিদারক ঘটনা৷ গতকাল পুলিশ জানিয়েছিল, পাতানু মণ্ডলকে খুনের ঘটনায় একজন ধরা পড়েছে৷ কিন্তু খোঁজ নিয়ে দেখেছি, পুলিশ এখনও পর্যন্ত কাউকে ধরেনি৷ এটা সম্পূর্ণ রাজনৈতিক খুন৷ কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ যা করছে, তাতে মানুষ আর পুলিশকে বিশ্বাস করবে না৷ এই খুনের পিছনে পারিবারিক গোলমালের কোনও ঘটনাই নেই৷ গতকাল মালদা জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি দুলাল সরকার দাবি করেছিলেন, নিহত পাতানু মণ্ডল ও তাঁর দাদা, দৌলতনগর গ্রাম পঞ্চায়েত সদস্য উৎপল মণ্ডল বিজেপির কর্মী নয়, তাঁরা দুজনেই তৃণমূল কর্মী৷ এনিয়ে প্রশ্ন করা হলে সঞ্জিতবাবু বলেন, একথা শুনে হাসব না কাঁদব বুঝে পাচ্ছি না৷ এই বক্তব্যের নিন্দা করার ভাষা আমার নেই৷ মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মর্গ থেকে শুরু হয়ে বিজেপির এই মিছিল শেষ হয় দলের জেলা কার্যালয় শ্যামাপ্রসাদ মুখার্জি ভবনে৷ মিছিলকে কেন্দ্র করে শহরের কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি৷

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর