ব্রেকিং:
মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ৩১ ১৪৩২   ২২ রবিউল আউয়াল ১৪৪৭

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

পুলিশ দিবস: কালিয়াচক থানার দেড়শো বছর পূর্তি উদযাপন

পুষ্প প্রভাত ডেস্ক

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৫ ১৪ ০২ ৩০   আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৫ ১৪ ০২ ৩০

পুলিশ দিবস: কালিয়াচক থানার দেড়শো বছর পূর্তি উদযাপন

 

নিজস্ব সংবাদদাতা, কালিয়াচক:

জেলার অন্যতম ঐতিহ্যবাহী কালিয়াচক থানা দেড়শো বছরে পা দিল। ১৮৭৫ সালে সূচনা হওয়া এই থানার ১৫০ বছর পূর্তি উপলক্ষে সোমবার আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান আয়োজিত হয়। পুলিশ দিবসের দিনটিকে স্মরণীয় করে তুলতে শোভাযাত্রা, হেলমেট বিতরণ, কৃতী পড়ুয়া ও পুলিশকর্মীদের সংবর্ধনা-সহ নানা কর্মসূচি পালিত হয়।

 

দিনের শুরু হয় প্রদীপ প্রজ্জ্বলন ও কেক কেটে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পুলিশ সুপার প্রদীপকুমার যাদব, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) সম্ভব জৈন, কালিয়াচক এসডিপিও ফয়জাল রাজা, কালিয়াচক কলেজের অধ্যক্ষ ড. নাজিবর রহমান, জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ আবদুর রহমান, বিরোধী দলনেতা আবদুল হান্নান, পঞ্চায়েত সমিতির সভানেত্রী সামিমা পারভীন, থানার ভারপ্রাপ্ত আধিকারিক বাপন দাস প্রমুখ।

 

এ দিন মোট ৬০ জনকে সংবর্ধিত করা হয়—এর মধ্যে ছিলেন পুলিশ কর্মী ও এলাকার মেধাবী ছাত্রছাত্রী। পাশাপাশি নেশামুক্ত সমাজ, বাল্যবিবাহ রোধ এবং সেফ ড্রাইভ, সেভ লাইফ অভিযানের বার্তা দেওয়া হয় র‌্যালির মাধ্যমে। কালিয়াচক পরিক্রমা করা এই র‌্যালিতে পুলিশ সুপার স্বয়ং অংশ নেন।

 

পুলিশ সুপার প্রদীপকুমার যাদব বলেন, “আমরা নিয়মিত বাইকারোহীদের হেলমেট নিয়ে নজরদারি চালাই। অনেক সময় মানুষ আপত্তি তোলেন। কিন্তু ভেবে দেখুন, এতে পুলিশের কোনও লাভ নেই। আসল লাভ হয় দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমে যাওয়ায়। একজন তরুণের অকালে প্রাণহানিতে পরিবারের স্বপ্ন ভেঙে যায়। অথচ সে বেঁচে থাকলে উপকার হতো আপনাদেরই।”

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর