ব্রেকিং:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

শুক্রবার   ২১ ফেব্রুয়ারি ২০২৫   ফাল্গুন ৯ ১৪৩১   ২৩ শা'বান ১৪৪৬

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

চাঁচোলে চুরি জোড়া সাব মার্শাল

উজির আলি

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৯ ১২ ১২ ৫০  

চাঁচল:

একই রাতে চুরি হল জোড়া সাব মার্শাল। ঘটনাটি ঘটেছে চাঁচোল 1 ব্লকের অন্তর্গত কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের নুরগঞ্চ এলাকায়। 164 নং বুথের একশো পরিবারের শেষ সম্বল এই দুটি পানীয় জল পাম্প। দুটি পানীয় জলের পাম্পের উপর নির্ভর করে গ্রামবাসী। তারই মধ্যে বুধবার গভীর রাতে দুষ্কৃতি চুরি করে পালাল দুটি পানীয় জল পাম্প। বাসিন্দারা জলের অভাবে ক্ষোভ প্রকাশ করছেন। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নুরগঞ্চ এলাকায়। একটি সাব মার্শাল গত একমাস আগে কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের তহবিল থেকে 1,99,750 বরাদ্দকৃত অর্থে দেবপুর দুলাল হোসেনের বাড়ির কাছে বসানো হয়। অপরটি 2015-16 সালে চাঁচল বিধানসভার বিধায়ক তহবিল থেকে 1,33,333 বরাদ্দকৃত অর্থে বসানো হয়। উক্ত বুথ মেম্বার দিলদার হোসেনের বলেন, সকালে আমার বুথের বাসিন্দারা আমাকে বিষয়টি জানান। এই পাম্প চুরির সঙ্গে রাজনৈতিক সম্পর্ক রয়েছে। তবে বলা যায়, ভোটের তিনদিনের মাথায় এই চুরি। তাই রাজনৈতিক গন্ধ থেকেই যাচ্ছে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর