জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:০১ পিএম, ১১ আগস্ট ২০১৯ রোববার
জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে
বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ঔষধ বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয় মালদা ইংরেজবাজার ব্লকের মিল্কি এলাকায়। এলাকার গরীব ও দুঃস্থ মানুষের কথা ভেবেই এই দিনের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয় । বিভিন্ন বিভাগের পাঁচজন চিকিৎসক দুঃস্থ রোগীদের চিকিৎসা করেন । জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে প্রায় ৭০০ রোগীর বিনামূল্যে চিকিৎসা করা হয় ও ওষুধ বিতরণ করেন বলে উদোগতারা জানান । তবে অন্যান্য রোগীর পাশাপাশি মহিলা ও শিশু রোগীর উপস্থিতি ছিল লক্ষনীয় । এই কর্মসূচির উদ্যোক্তা ছিল মিলকি জামে মসজিদ ও মিলকী দারুল উলুম কালিমিয়া ফাইজান-ই - রিসালাত কর্তৃপক্ষ । উদ্যোক্তাদের তরফে মিলকি জামে মসজিদ কমিটির সম্পাদক রবিউল ইসলাম বলেন, এবারই প্রথম গরীব দুঃস্থদের জন্য বিনামূল্যে চিকিৎসা শিবির ও ঔষধ বিতরণ করা হয় । পাঁচ জন বিশিষ্ট চিকিৎসক মালদা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের এস .ব্যানার্জি, মিলকীর মেডিক্যাল অফিসার শাহনাওয়াজ হোসেন, পি. কে দাস , কোলকাতার চিকিৎসক কাওসার আহমেদ, ড: নুজহাত ইয়াসমিন শিবিরে চিকিৎসা করেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত মিল্কি গ্রাম পঞ্চায়েতের প্রধান নিজাম আলী, স্থানীয় সমাজসেবী অমর মিশ্র, ও বীরেন মন্ডল , মিলকি জামে মসজিদ কমিটির সভাপতি আজিজুর রহমান, মিল্কি হাই স্কুলের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, মিল্কি পুলিশ ফাঁড়ির সোমনাথ অধিকারী প্রমুখ । তবে এই সেবামূলক কর্মসূচিতে এলাকার আবদুল কাশেম, পারভেজ আখতার, লুৎফুর রহমান, আলি হোসেন, আরসেদ আলি, সেখ ফেকু প্রমুখদের সহযোগিতা ছিল যথেষ্ট ।