ব্রেকিং:
মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ৩১ ১৪৩২   ২২ রবিউল আউয়াল ১৪৪৭

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বুর্বন থানার এলাকায় দুঃসাহসিক ছিনতাই, এক অভিযুক্ত গ্রেপ্তার, লুট হওয়া সামগ্রী উদ্ধার

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৫ ০৯ ০৯ ৪৯   আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৫ ০৯ ০৯ ৪৯

বুর্বান, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের বুর্বন থানার অন্তর্গত কুলি মোড়ে ঘটল দুঃসাহসিক ছিনতাই। ভোররাতে যাত্রী সেজে দাঁড়ানো এক যুবকের সঙ্গে প্রতারণা করে তাঁকে তুলে নিয়ে গিয়ে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনায় এক অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে লুট হওয়া যাবতীয় সামগ্রী ও অপরাধে ব্যবহৃত মোটরবাইক।পুলিশ সূত্রে জানা যায়, ২৮শে আগস্ট, সোমবার রাত প্রায় ১টার সময় আলামিন শেখ (২৫), পিতা মনিরুল শেখ, বাড়ি খির্তিপুর, থানাঃ খরগ্রাম, মুর্শিদাবাদ—কলকাতা থেকে বাসে বাড়ি ফিরছিলেন। তিনি কুলি মোড়ে নামার পর পরবর্তী গাড়ির অপেক্ষায় ছিলেন। সেই সময় একটি সাদা রঙের অ্যাপাচি আরটিআর মোটরবাইক (নম্বর WB58AZ 0522) চেপে দুই অচেনা ব্যক্তি এসে তাঁকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয়।কিন্তু তাঁকে সরাসরি বাড়ি না নিয়ে, তারা বাদেরিয়া গ্রামের নিকটবর্তী এক নির্জন মাঠে নিয়ে যায়। সেখানে জোরপূর্বক তাঁর কাছ থেকে ছিনিয়ে নেয় একটি মোবাইল ফোন, মানিব্যাগ (যার মধ্যে আধার কার্ড, প্যান কার্ড সহ ব্যক্তিগত নথি ছিল), ২,০০০ টাকা নগদ, এরপর দ্রুত পালিয়ে যায়।পরের দিন, ৩১শে আগস্ট, ভুক্তভোগী আলামিন শেখ বুর্বন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে একটি নির্দিষ্ট মামলা রুজু করে তদন্তে নামে পুলিশ। চিরুনি তল্লাশি শুরু করতেই পুলিশের জালে ধরা পড়ে এক অভিযুক্ত। ধৃতের নাম জামিরুল শেখ ওরফে হারু (৪০), পিতা সামিরউদ্দিন শেখ, বাড়ি কুমরাই গ্রাম, থানাঃ বুর্বন, মুর্শিদাবাদ।,অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের পর পুলিশ তার কাছ থেকে উদ্ধার করে।একটি অপ্পো কোম্পানির স্মার্টফোন,একটি কালো মানিব্যাগ, ভোটার আইডি কার্ড,আধার কার্ড, দুটি ব্যাংকের এটিএম কার্ড ও ২,০০০ টাকা নগদ,এছাড়া অপরাধে ব্যবহৃত টিভিএস অ্যাপাচি আরটিআর মোটরবাইক (নম্বর WB58AZ 0522)। পুলিশ সূত্রে খবর,যে ঘটনার সঙ্গে যুক্ত দ্বিতীয় অভিযুক্তকে ধরতে ইতিমধ্যেই অভিযান শুরু হয়েছে। পাশাপাশি, দুষ্কৃতীদের পিছনে আরও কোনো সংঘবদ্ধ চক্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। স্থানীয় মহলে রাতের অন্ধকারে ঘটে যাওয়া এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকায় বাড়ছে আতঙ্কও।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর