ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

বদরপুর প্রেস অ্যাসোশিয়েসনের উদ্যাগে রক্তদান শিবির

দিদারুল ইসলাম, করিমগঞ্জ আসাম

প্রকাশিত: ২ অক্টোবর ২০২০ ১৮ ০৬ ৩২  

এর আগের সাতাশটি জন্মদিন কেক কেটে পালন করলেও এবারেরটা অন্যভাবে কাটাতে চাইছিলেন বদরপুর রেল কলোনির আঠাশ বছরের দেবপ্রিয়াঙ্ক দে। কিন্তু কী ভাবে ? সিদ্ধান্ত নিতে পারছিলেন না। কাকতালীয় ভাবে তাঁর জন্ম যেদিন সেই ২ অক্টোবর  রেল কলোনির স্কাউট হাটে বদরপুর প্রেস অ্যাসোশিয়েসনের উদ্যাগে এবং বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের করিমগঞ্জ জেলা কমিটি ও ভারত স্কাউট অ্যান্ড গাইডের বদরপুর ডিস্ট্রিক্ট -র সহযোগিতায় স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। দেবপ্রিয়াঙ্ক তাঁর জন্মদিন পালনের জন্য রক্তদানকেই বেছে নেন। " নিজের জন্মদিনে অন্তত একজনের জন্যও কিছু করতে পারলাম। এটাই  আমার তৃপ্তি, আমার জন্মদিনে পাওয়া সেরা উপহার  । " এদিন জীবনে প্রথম রক্ত দিয়েছেন কলোনির এক গৃহবধূ। পিয়া বৈষ্ণব। বিয়ে হয়েছে মাস কয়েক। স্বামী শিবা বৈষ্ণব সঙ্গে করে শিবিরে নিয়ে এসেছেন। তিনিও রক্ত দিতে পেরে খুব খুশি। এক অক্টোবর ছিল জাতীয় রক্তদান দিবস। এই উপলক্ষে বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের করিমগঞ্জ জেলা কমিটি এবং ভারত স্কাউট অ্যান্ড গাইড  করিমগঞ্জ ডিস্ট্রিক্ট  সপ্তাহব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। এই কদিন ক্যুইজ , বসে আঁকো , রক্তদানের প্রয়োজনিয়তা এবং রক্ত বিজ্ঞানের উপর আলোচনা ইত্যাদি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার ফিতা কেটে শিবিরের উদ্বোধন করেন বদরপুরের সার্কল অফিসার দিবাজ্যোতি গগৈ। তিনি এধরনের শিবির আয়োজনের প্রয়োজনিয়তার উপর প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। করিমগঞ্জ সিভিল হাসপাতাল ব্লাড ব্যাঙ্কের সহায়তায় এই শিবিরে মোট চৌদ্দজন দাতা রক্ত দান করেন।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর