ব্রেকিং:
মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ৩১ ১৪৩২   ২২ রবিউল আউয়াল ১৪৪৭

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

ন্যাশনাল ফিট ইন্ডিয়া মিশন কালিয়াচক কলেজে

পুষ্প প্রভাত ডেস্ক

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৫ ২৩ ১১ ৩৩   আপডেট: ৩১ আগস্ট ২০২৫ ২৩ ১১ ৩৩

“ন্যাশনাল ফিট ইন্ডিয়া মিশন” কালিয়াচক কলেজে

 

দক্ষিণ মালদার কালিয়াচক কলেজে সাড়ম্বরে পালিত হলো ন্যাশনাল ফিট ইন্ডিয়া মিশন কর্মসূচি। এনসিসি ও ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কলেজ চত্বরে জমে ওঠে ক্রীড়া উৎসব।

 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ড. নাজিবর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন শরীর শিক্ষা বিভাগের শিক্ষক আমজাদ আলি। বিশেষ বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের প্রধান ও আইকিউএসি-র প্রাক্তন সমন্বয়কারী ড. সুব্রত কুমার দাস।

 

অনুষ্ঠানে কলেজের খেলাধুলার সামগ্রী প্রদর্শনী ছাত্রছাত্রীদের বিশেষ আকর্ষণ হয়ে ওঠে। বিশেষত প্রথম সেমিস্টারের নবাগত শিক্ষার্থীরা প্রদর্শনী ও খেলার আয়োজন উপভোগ করেন। সভাপতির ভাষণে ড. নাজিবর রহমান বলেন, “আজকের প্রজন্মের ছাত্রছাত্রীদের জন্য ফিট ইন্ডিয়া মিশনের মতো কর্মসূচি অত্যন্ত জরুরি ও সময়োপযোগী।”

 

উল্লেখ্য, ভারত সরকার ২০১২ সালে ২৯ আগস্টকে জাতীয় ক্রীড়া দিবস হিসাবে ঘোষণা করে, কিংবদন্তি হকি তারকা মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণে রেখে। চলতি বছর অর্থাৎ ২০২৫ সালে কেন্দ্রীয় সরকার ২৯, ৩০ ও ৩১ আগস্ট—এই তিন দিনকে ফিট ইন্ডিয়া মিশন পালনের জন্য নির্ধারণ করেছে।

 

এ উপলক্ষে কালিয়াচক কলেজে আয়োজিত ফুটবল ম্যাচে কিক-অফ করেন অধ্যক্ষ ড. নাজিবর রহমান। ম্যাচটি পরিচালনা করেন কলেজের ফিজিক্যাল ইন্সট্রাক্টর কল্লোল রায়। এনসিসি ক্যাডেট ও ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণে গোটা কলেজ প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর