ব্রেকিং:
মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ১২ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৬ ১৪৩২   ১৯ রবিউস সানি ১৪৪৭

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

পরিবারের মুখে দুমুঠো অন্ন জোগাতে বদরপুরে সবজি নিয়ে রাস্তায় বাবলী

দিদারুল ইসলাম, করিমগঞ্জ আসাম

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২০ ১৯ ০৭ ০৬   আপডেট: ৩০ আগস্ট ২০২০ ১৯ ০৭ ০৬

সংকটে নিম্ন আয়ের মানুষ, মধ্যবিত্তের মুখে তালা।কথাতেই আছে, কোনও কাজই ছোট নয়। আর এমন দুঃসময়ে তো নয়ই। একে করোনা আবহ উপরন্তু বদরপুরে লকডাউন । গোদের উপর বিষফোঁড়ার মতোই বটে! বরাক উপত্যকা জুড়ে করোনা মোকাবিলায় চলছে  লকডাউন। এই টানা লকডাউনে সব থেকে বেশি বিপদে পড়েছে দিন আনা-দিন খাওয়া মজুরেরা। সেই রকমই কাজ হারিয়ে অভাবে দিন কাটছে  জীবন। পরিবারে শুরু হয়েছে অভাব অনটন-পেটে পরেছে তালা। পরিবারের মুখে দুমুঠো অন্ন জোগাতে হিমশিম খাচ্ছে সকলেই। অনিশ্চিত হয়েছে রোজগার।লকডাউনে কাজ খুইয়ে ছিলেন বাবলীর স্বামী, অতঃপর এমন কঠিন সময়ে প্রায় অথৈ জলে পড়তে হয় তাঁকে। তাই সংসারের হাল ধরতে গিয়ে বদরপুরের বিভিন্ন রাস্তায়  ঠেলা গাড়ী নিয়ে সবজি বিক্রি করছেন বাবলী । কারণ, এই সময়ে নতুন করে কোথাও চাকরির আবেদনও করা যাবে না। তাই সবজি বিক্রি করেই যা হোক দুটো পয়সা আসবে, সেই আশায়। বাবলী সংবাদমাধ্যমকে জানান, মূলত তিনি লামডিংয়ের বাসিন্দা ব্যবসা সূত্রে তিনি বদরপুর থাকেন, টানা এক মাস লকডাউনে পরিবার চালানো মুশকিল হয়ে পরেছে বাবলীর স্বামীর তাই বাধ্য হয়ে তিনি নিজে রাস্তায় নেমে সবজি বিক্রি করছেন।কাল কি ভাবে চলবে জিজ্ঞেস করতে  বাবলীর ছোট্ট উত্তর  "এক মাত্র ভগবান ভরসা। "

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর