ব্রেকিং:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

শনিবার   ১৭ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৩ ১৪৩২   ১৯ জ্বিলকদ ১৪৪৬

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

নাবালিকা নিখোঁজ রাজনগরে, দূশ্চিন্তায় পরিবার

খান আরশাদ

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২০ ২২ ১০ ৫৪   আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২০ ২২ ১০ ৫৪

বীরভূম

বীরভূমের রাজনগর ব্লকের ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গুড়কাটা গ্রামের আদিবাসী পাড়ার একটি নাবালিকা বাড়ি থেকে নিখোঁজ হওয়ায় দুশ্চিন্তায় ভুগছেন ওই নাবালিকার পরিবার। পরিবার সূত্রে জানা গেছে ওই নাবালিকার নাম লক্ষী মারান্ডি। বয়স প্রায় ১২
। লক্ষী মারান্ডির বাবা মারা যায় বেশ কয়েক বছর আগে। এরপর থেকে সে তার দিদিমা অনলা মারান্ডির কাছেই থাকত। অনলা মারান্ডি জানান গত ৫ ই ফেব্রুয়ারি কোন কারনে লক্ষীকে একটু বকাঝকা করায় সে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর সে আর বাড়ি ফেরেনি। গত ১২ ফেব্রুয়ারি এ ব্যাপারে রাজনগর থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে লক্ষী মারান্ডির খোঁজ করছে রাজনগর থানার পুলিশ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর