ব্রেকিং:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

শুক্রবার   ২১ ফেব্রুয়ারি ২০২৫   ফাল্গুন ৯ ১৪৩১   ২৩ শা'বান ১৪৪৬

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

আলেকারগােল HWD অর্গানাইজেশনের কম্বল বিতরণ

দিদারুল ইসলাম, করিমগঞ্জ আসাম

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২০ ১৮ ০৬ ০৪  

আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার বদরপুরে দুস্হ ও অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরন করে প্রসংশা কুড়ালো বদরপুর ব্লকের আলেকারগোল হিউম্যান ওয়েলফেয়ার ডেবলাপমেন্ট অর্গানাইজেশন।সোমবার আলেকারগোল নয়াবাজারে এক সংক্ষিপ্ত অনুষ্টানে দুস্হ ব্যক্তিদের হাতে কম্বল বিতরন করা হয়।কম্বল বিতরন অনুষ্টানে বিশেষ অথিতি হিসেবে উপস্হিত ছিলেন শ্রীগৌরী জেলা পরিষদ সদস্য এনাম উদ্দিন।তিনি তাঁর বক্তব্যে বলেন ,প্রত্যন্ত আলেকারগোলের একটি সামাজিক সংস্হা জনহিতকর কাজ করায় তিনি সন্তোষ প্রকাশ করেন।তিনি এই সংস্হার কল্যানে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।পাশাপাশি তিনি সংস্হার কর্মকর্তাদের শিক্ষার প্রতি গুরুত্ব দিতে আহ্বান জানান।এদিনের অনুষ্টানে সর্ব প্রথম জেলা পরিষদ সদস্য এনাম উদ্দিন কম্বল তুলে দেন প্রতিবন্ধী রুপাবালা তামুলির হাতে ।সর্বমোট পয়ত্রিশ জন দুস্হ ব্যক্তির মধ্যে কম্বল বিতরন করা হয়।সংস্হার প্রশংসা করে বক্তব্য রাখেন সাংবাদিক সেলিম আহমদ,শিক্ষক আনোওয়ার হুসেন,বুরহান উদ্দিন,বদরপুর সরকারি হাসপাতালের ল্যাবট্যাকনেসিয়ান রমিজ উদ্দিন,সংস্হার সভাপতি আব্দুল শুক্কুর,সম্পাদক দুলন চন্দ্র হাজরিকা,আলিম উদ্দিন,জহিরুল ইসলাম।সহযোগিতায় ছিলেন আব্দুল মন্নান,হানিফ উদ্দিন,আব্দুল হান্নান,জাকির হুসেন,রাকেশ তামুলি প্রমুখ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর