ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শনিবার   ১৮ জানুয়ারি ২০২৫   মাঘ ৫ ১৪৩১   ১৮ রজব ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

২৫৬তম জন্ম দিবসের পথে ডাঃ স্যামুয়েল হ্যানিম্যান

সম্রাট দাস, কোলকাতা

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২০ ১২ ১২ ৩১  

আজ মহাত্মা হ্যানিম্যানের জন্মদিন ।হে মহামানব তুমি রবে নীরবে সহস্ত্র লক্ষ কোটি হোমিওপ্যাথের হৃদয় জুড়ে,তোমার সৃষ্টি দিয়েছে কত অভাগা, অসহায়, নিপীড়িত,লাঞ্চিত,শোষিত,সর্বহারা,জীবনের আশাহীন, মুর্মূষু রোগীর,হতাশাগ্রস্থ নিরাশার জীবন, হতে করেছো উদ্ধার তাদের দেখিয়েছো নতুন জীবনের আলো।তাইতো একটি প্রচলিত কথা আছে "যার নেই কোন গতি সে করে হোমিওপ্যাথি" সে রোগী কিংবা ডাক্তার হওয়ার  জন্য প্রয়াস করা হতাশাগ্রস্থ ছাত্র,রোগীকে মুক্ত করেছ একবিন্দু অমৃত তুল্য ঔষধ দিয়ে,আর কাউকে উদ্ধার করেছো তোমার শিষ্য বানিয়ে।যারা হোমিওপ্যাথি নিয়ে ঠাট্টা করেন যে ওটা ওষুধ না শুধু জলপোড়া,ওতে আবার কোন কাজ হয় না কি?এবার তাদের উদ্দেশ্যে কিছু কথা বলার আছে, বলুনতো মশায়,আপনার মা আপনাকে ভালোবাসে তো? উত্তর হ্যাঁ! তা কেমন করে বাসে আপনি কি দেখতে পান?আপনি নিজেও জানেন আপনার মায়ের মত আর বউ ও আপনাকে ওরকম ভালোবাসে না আপনার মা যেটা ভালোবাসে সেটা চিরন্তন সত্যি,তার ভিতর নেই স্বার্থপরতা আছে মমতা,দয়া,স্নেহ,ঠিক যখন তোমার কিছুই থাকে না সেই সময়ে তোমার হাতটা ধরে বিপদের সময় সেই মা তোমার পাশে দারায়,ঠিক মায়ের ভালোবাসাও যেমন বৈজ্ঞানিক যুক্তি দ্বারা বিশ্লেষণ করা যায় না,ভালোবাসাটা আপনি যেমন ভাবেই বোঝেন বা অনুভব করেন নিজের আত্মা আর মনের সম্মিলিত রূপ দ্বারা,ঠিক হোমিওপ্যাথি ও তেমনি এর কার্য দ্বারা অনুভব করা যায় কিন্তু এর কার্যকরীতা বিশ্লেষণ করা যায়না বৈজ্ঞানিক যুক্তি দ্বারা।কারণ সাইন্স অনেক পিছনে, (সাইকোলজি আর আধ্যাত্বিকতার সম্মিলিত রূপই হচ্ছে হোমিওপ্যাথির বেশিরভাগ কার্যপদ্ধতি)হে হ্যানিম্যান আপনার চরণে আমার সহস্র কোটি প্রণাম।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর