ব্রেকিং:
মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ১৩ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৮ ১৪৩২   ২০ রবিউস সানি ১৪৪৭

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

১৪ তলা হবে হৃদরোগ ইনস্টিটিউট

জাগরণ প্রতিবেদক 

প্রকাশিত: ৬ নভেম্বর ২০১৮ ১৭ ০৫ ০২   আপডেট: ৬ নভেম্বর ২০১৮ ১৭ ০৫ ০২

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ১৪ তলা ভবন নির্মাণ করা হবে । হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. আফজালুর রহমান বলেন, এ হাসপাতালকে একটি আন্তর্জাতিক মানের হাসপাতালে পরিণত করতে এই উদ্যোগসহ আরো কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

হৃদরোগ হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে এ হাসপাতালে অনুমোদিত শয্যা সংখ্যা ৪১৪টি। কিন্তু প্রতিদিন গড়ে ৯৫০ থেকে এক হাজার রোগী ভর্তি হয়ে থাকে। এছাড়া বহির্বিভাগ ও জরুরি বিভাগে প্রতিদিন কয়েক হাজার রোগী সেবা নেয়। তবে হাসপাতালের পর্যাপ্ত অবকাঠামো ও সব সুযোগ-সুবিধা না থাকায় রোগীকে নানা প্রতিকূলতা পেরিয়ে সেবা নিতে হয়।

এরই মধ্যে হৃদরোগ ইনস্টিটিউট প্রশাসন ১৪ তলার বিষয়ে প্রস্তাব পাঠিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে। কাজ শেষ হলে নতুন করে কিছু কনসালটেন্ট রুম, ক্যাথল্যাব, সিসিইউ,  পিসিসিইউ, কেবিন ওটি, আইসিইউ, কার্ডিয়াক সার্জারি পুরুষ-মহিলা ওয়ার্ড  এবং কার্ডিওলজি পুরুষ ও মহিলা ওয়ার্ড চালু হবে এবং পুরাতনগুলো সংস্কার করা হবে।

আরএম/এমটিআই

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর