শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

১৪ তলা হবে হৃদরোগ ইনস্টিটিউট

জাগরণ প্রতিবেদক 

দৈনিক জাগরণ

প্রকাশিত : ০৫:৪৭ পিএম, ৬ নভেম্বর ২০১৮ মঙ্গলবার

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ১৪ তলা ভবন নির্মাণ করা হবে । হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. আফজালুর রহমান বলেন, এ হাসপাতালকে একটি আন্তর্জাতিক মানের হাসপাতালে পরিণত করতে এই উদ্যোগসহ আরো কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

হৃদরোগ হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে এ হাসপাতালে অনুমোদিত শয্যা সংখ্যা ৪১৪টি। কিন্তু প্রতিদিন গড়ে ৯৫০ থেকে এক হাজার রোগী ভর্তি হয়ে থাকে। এছাড়া বহির্বিভাগ ও জরুরি বিভাগে প্রতিদিন কয়েক হাজার রোগী সেবা নেয়। তবে হাসপাতালের পর্যাপ্ত অবকাঠামো ও সব সুযোগ-সুবিধা না থাকায় রোগীকে নানা প্রতিকূলতা পেরিয়ে সেবা নিতে হয়।

এরই মধ্যে হৃদরোগ ইনস্টিটিউট প্রশাসন ১৪ তলার বিষয়ে প্রস্তাব পাঠিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে। কাজ শেষ হলে নতুন করে কিছু কনসালটেন্ট রুম, ক্যাথল্যাব, সিসিইউ,  পিসিসিইউ, কেবিন ওটি, আইসিইউ, কার্ডিয়াক সার্জারি পুরুষ-মহিলা ওয়ার্ড  এবং কার্ডিওলজি পুরুষ ও মহিলা ওয়ার্ড চালু হবে এবং পুরাতনগুলো সংস্কার করা হবে।

আরএম/এমটিআই