ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

বাজার বন্ধ করা নিয়ে বচসা ওদলাবাড়িতে

প্রকাশিত: ২৪ মার্চ ২০২০ ১৮ ০৬ ৪৭  

মালবাজার,

করোনা আতঙ্কে নিত্য প্রয়োজনীয় পন্য সামগ্রীর দোকান বন্ধ করা নিয়ে বচসা হলো ওদলাবাড়ি বাজারে। পরে অবশ্য পুলিশ ও পঞ্চায়েতের সমস্যা মিটে যায়।       
করোনা আতঙ্কের জন্য বিভিন্ন জায়গায় লগ ডাউন করেছে সরকার। তবে জরুরি পরিষেবা  বন্ধের বাইরে রাখা হয়েছে। সব্জি, মাছ, মুদি দোকান, পেট্রল পাম্প, ঔষধ সহ অত্যাবশ্যক পন্য প্রতিদিনই খোলা থাকবে। যাতে সাধারন মানুষের কোন রকম অসুবিধা না হয়। 

তবে মঙ্গলবার সকালে অন্য ছবি দেখা গেলো ওদলাবাড়ি বাজারে। সব্জি ব্যাবসায়ী অসিম বিষ্ণু, উত্তম কুন্ডু, বিকাশ রায়দের অভিযোগ,  মঙ্গলবার সকালে কিছু যুবক দলবল নিয়ে সমস্ত দোকান পাঠ জোর করে বন্ধ করে দেয়।  সব্জি, মাছ- মাংস,  মুদি দোকান সব বন্ধ করে দেয়। আর এতেই এলাকায় উত্তেজনা তৈরী  হয়।
এই সব ব্যাবসায়ীদের বক্তব্য  প্রশাসনের থেকে গত সোমবার  মাইকিং করে অত্যাবশ্যক দোকান পাঠ খুলতে বলেছে। তখন প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে এই সব যুবকেরা কেন অশান্তি পাকাতে চাইছে এলাকায়।  
বহু কাচা মাল এনেছি তা নষ্ট হয়ে যাবে। এলাকার মাছ ব্যাবসায়ী কিরন বর্মন বলেন আমরা গত সোমবার শিলিগুড়ি থেকে মাছ এনেছি বিক্রির জন্য, কিন্তু মঙ্গলবার সকাল থেকে কিছু যুবক মাছ বিক্রি বন্ধ করে দেয়। এখন আমরা কি করবো?
এব্যাপারে ওদলাবাড়ি বাজার এলাকার পঞ্চায়েত সদস্য   বাবু প্রধান,
বলেন, এই সব্জি বাজার, মাছ বাজার এবং মুদি দোকানে সকাল থেকে প্রচুর মানুষের ভীড়  হয়।
বহিরাগত বহু মানুষ কেনা কটা করতে ওদলাবাড়ি বাজারে এসেছে। এতে ইনফেকশন আরো বাড়বে।  তাই সকলের সুরক্ষার কথা ভেবেই আমরা কিছু সময়ের জন্য এই দোকানগুলো বন্ধের কথা বলি। 
উত্তেজনা ছরিয়ে পড়তেই এলাকায় আসে মালবাজার পুলিশ। পুলিশ আধিকারিকেরা ব্যাবসায়ী এবং বন্ধকারিদের বোঝান। এরপর ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতে ব্যাবসায়ী এবং বন্ধ কারিদের নিয়ে বৈঠক হয় গ্রাম পঞ্চায়েতের অফিসে।
সিদ্ধান্ত হয়,    আগামি বুধবার থেকে সব্জি, মাছ- মাংস, মুদি দোকান সকাল ৮ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত খোলা থাকবে। তারপর সব বন্ধ হয়ে যাবে। পাশাপাশি বহিরাগত কোন মানুষ জনের ওপর নজর রাখা হবে। কোন মতে যাতে কোন ব্যাবসায়ী জিনিজের দাম বেশি নিতে না পারে সে দিকেও নজর থাকবে। 
এব্যাপারে মালবাজার থানার ওসি শুভাশিস চক্রবর্তী বলেন, প্রতিদিন অত্যাবশ্যক পন্যসামগ্রী খোলা রাখতে হবে। কোন জোর করে কেউ এই সব দোকান বন্ধ করতে যাবেন না। কোন অসুবিধা হলে প্রশাসনের সাথে যোগাযোগ করুন।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর