ব্রেকিং:
মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ১৩ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৭ ১৪৩২   ২০ রবিউস সানি ১৪৪৭

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বীরভূমের সিউড়িতে ডাক্তারদের সিদ্ধান্ত বদল

খান আরশাদ, বীরভূম

প্রকাশিত: ১৪ জুন ২০১৯ ১৬ ০৪ ২১   আপডেট: ১৪ জুন ২০১৯ ১৬ ০৪ ২১

সিদ্ধান্ত বদল করলেন ডাক্তাররা। গতরাতে বীরভূমের সিউড়ি সদর হাসপাতালের ডাক্তাররা এন.আর

এস কান্ডের জেরে বৃহস্পতিবার রাত্রে সিদ্ধান্ত নিয়েছিলেন শুক্রবার ৬৭ জন ডাক্তার কাজে ইস্তফা দেবেন। কিন্তু শুক্রবার সকালে তাঁরা ফের সিদ্ধান্ত বদল করেন। তাঁরা জানান তাঁরা নিরাপত্তা দাবী করছেন ঠিকই। কিন্তু রোগীদের পরিষেবা দেওয়া তাঁরা বন্ধ করবেন না। হাসপাতালে আগত রোগীদের সমস্যার কথা মাথায় রেখেই তাঁরা পরিষেবা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা প্রত্যেকে বুকে কালো ব্যাজ পরে এন.আর.এস কান্ডের তীব্র প্রতিবাদ জানাবেন। বৃহস্পতিবার রাত্রের খবর চাউর হতেই শুক্রবার সকালে সিউড়ি সদর হাসপাতালে এসে উপস্থিত হন বিধায়ক ডাঃ অশোক চ্যাটার্জী, জেলা পরিষদের সভাধীপতি বিকাশ রায় চৌধুরী, বিজেপি নেতা দুধ কুমার মন্ডল। তাঁরা ডাক্তারদের সঙ্গে কথা বলেন এবং রোগীদের কথা ভেবে পরিষেবা চালিয়ে যাওয়ার অনুরোধ করেন। ডাক্তাররা রোগীদের স্বার্থে পরিষেবা চালানোর সিদ্ধান্ত নেন। ডাক্তারদের এহেন সিদ্ধান্তে রোগী সহ সাধারণ মানুষ তাঁদের সাধুবাদ জানিয়েছেন। একই সঙ্গে তাঁরা এন.আর.এসে ডাক্তার নিগ্রহে জড়িত অপরাধীদের শাস্তিরও দাবী জানিয়েছেন।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর