ব্রেকিং:
মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ১২ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৭ ১৪৩২   ১৯ রবিউস সানি ১৪৪৭

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

পূর্ব-বর্ধমানের দুটি বিদ্যালয়ে হ্যান্ড ওয়াশিং কিয়স্ক প্রদান

নিজস্ব সংবাদদাতা, পূর্ব-বর্ধমান

প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২১ ০৯ ০৯ ৩৫   আপডেট: ৮ জানুয়ারি ২০২১ ০৯ ০৯ ৩৫

 পূর্ব-বর্ধমানের মঙ্গলকোট থানার অন্তর্গত কাসেমনগর BNTP গার্লস হাইস্কুল ও কাসেমনগর NAJ হাইস্কুল কর্তৃপক্ষকে ইতালির স্বেচ্ছাসেবী সংস্থা মিসন ক্যালকাটা অনলুসের উদ্যোগে সংস্থার ভারতীয় কর্ণধার রাখী ব্যানার্জি হ্যান্ড ওয়াশিং কিয়স্কগুলি প্রদান করেন। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার তরফে এই অভিনব হ্যান্ড ওয়াশিং কিয়স্কগুলি প্রদান করায় বিদ্যালয় কর্তৃপক্ষ ধন্যবাদ জ্ঞাপন করেন সংস্থার কর্মকর্তাদের। মিসন ক্যালকাটা অনলুসের ভারতীয় কর্ণধার রাখী ব্যানার্জি জানান আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ইতালির মিসন ক্যালকাটা অনলুস নামে এই স্বেচ্ছাসেবী সংস্থাটি রাজ্যের বেশ কয়েকটি জেলাতে বিভিন্ন ধরনের জনসেবামূলক কাজ করে চলেছে । হ্যান্ড ওয়াশিং কিয়স্ক ও এগুলির মধ্যে একটি। এই করোনা আবহে মুখে মাস্ক ব্যবহার করা ও সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি হাত ধোয়ার ব্যাপারটি অত্যন্ত জরুরি। তাই এই হ্যান্ড ওয়াশিং কিয়স্ক গুলির মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী সহ ছাত্র-ছাত্রীরা কেউ কারো সংস্পর্শে ন এসেই হাত ধোয়া প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবে। ফলে করোনার সংক্রমণ অনেকাংশে এড়ানো সম্ভব হবে বলে জানান তিনি। কাসেমনগর B.N.T.P গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা নিবেদিতা দত্ত,  কাসেমনগর N.A.J. হাইস্কুলের প্রধান শিক্ষক ডাঃ হরপ্রসাদ বৈরাগ্য সহ বৃত্তিমূলক বিভাগের প্রশিক্ষক সেখ হাফিজুল করিম আকবরী এই হ্যান্ডওয়াশ কিয়স্ক প্রদানের জন্য মিসন ক্যালকাটা অনলুস ও সংস্থার ভারতীয় কর্ণধার রাখী ব্যানার্জিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন বিদ্যালয়ের পঠন পাঠন প্রক্রিয়া শুরু হলেই এই হ্যান্ড-ওয়াশিং কিয়স্কটি খুবই কাজে লাগবে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর