ব্রেকিং:
মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ১৩ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৭ ১৪৩২   ২০ রবিউস সানি ১৪৪৭

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

মালদায় প্রবীনতম ১১০ বছরের ভোটার নমনি ঋষি ভোট দিলেন

হক নাসরিন বানু

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০১৯ ১৪ ০২ ১৫   আপডেট: ২৩ এপ্রিল ২০১৯ ১৪ ০২ ১৫

মালদা

মালদা জেলার প্রবিনতম ১১০ বছরের ভোটার নমনি ঋষি মোথাবাড়ি বিধানসভার রথবাড়ি গ্রাম পঞ্চায়েতে নব্বই নম্বর বাবলা এস এসকে বুথে সবচেয়ে বয়স্ক ভোটার হিসেবে ভোট দিলেন। বৃদ্ধার ভোট গ্রহণ কে কেন্দ্র করে গোটা গ্রামে উন্মাদনা লক্ষ্য করা গেছে । নমনি ও তার পরিবারের লোকজন জানান পরাধীন ভারতবর্ষে থেকে এই বৃদ্ধা ভোট দেয় । পরাধীন ভারতবর্ষে এই মহিলা বিভিন্ন মিটিং মিছিলে অংশগ্রহণ করেন।এদিন নমিনীর পরিবারের লোকজন সেজেগুজে টোটোতে চাপিয়ে বৃদ্ধাকে বুথে নিয়ে যায় । বৃদ্ধার সাথে গ্রামর পাড়া প্রতি বেশি সকলে বুথে ছুটে আসে । নমনি ঋষির পৌত্র প্রসঞ্জিত ঋষি পার্শবর্তী বুথে পঞ্চায়েত সদস্য । প্রসঞ্জিত ঋষি জানান নমিনি র বর্তমান বয়স ১১০ বছর । স্বাধীনতার পূর্ববর্তী সময় থেকে বৃদ্ধা ভোট দেয় । ইনি গোটা মোথাবাড়ি তথা মালদা জেলার বয়স্ক ভোটার পরিগনিত হবে ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর