ব্রেকিং:
মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ১৩ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৮ ১৪৩২   ২০ রবিউস সানি ১৪৪৭

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

ডাঃ স্যামুয়েল হ্যানিম্যানের জন্মজযন্তী পালন

সানাউল্লাহ আহমেদ

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০১৯ ১০ ১০ ১৪   আপডেট: ১৪ এপ্রিল ২০১৯ ১০ ১০ ১৪

আজ অনুষ্ঠিত হলো কলকাতা প্রেস ক্লাবে হ্যোমিওপ্যাথির প্রতিষ্ঠাতা জয়ন্তী হ্যানিম্যানের ২৬৫ তম জন্মবার্ষিকী সভা।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল বেঙ্গল হোমিওপ্যাথিক ডাক্তটরস এসোসিয়েশনের ফোরামের চেয়ারম্যান ডাঃ কাজী মোহিত ও কোর কমিটির মুখ্য আধিকারিক ডাঃ সুজয় পালিত মহাশয়সহ অনান্য বিভিন্ন জেলা থেকে আগত হোমিওপ্যাথি মেডিকেল অফিসারগণেরা।এছাও উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি ও বেঙ্গল আয়ুশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি সহ বিভিন্ন জেলার পঞ্চায়েত মেডিকেল অফিসারগণ। স্যার হ্যানিম্যানের মূর্তিতে মাল্যদানের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয় আজকের এই সভা।সভার শুরুতে ডাঃ মনিরুল সাহেব তুলে ধরলেন হ্যোমিওপ্যাথির বিশেষত্ব ও আধুনিক বিজ্ঞানে হোমিওপ্যাথির ভূমিকা।তিনি আরও বললেন গ্ৰাম বাংলায় ছড়িয়ে দিতে হবে আমাদের এই প্যাথি তাছাড়া লক্ষ্য একটাই মানুষের সেবা করে রোগ থেকে মুক্তি দেওয়া। ডাঃ কাজী মোহিত তুলে ধরলেন হ্যোমিওপ্যাথির সিলেবাস ও অ্যালোপ্যাথিক সিলেবাস এক বরঞ্চ হ্যোমিওপ্যাথিতে কয়েটা বিষয় বাড়তি পড়তে হয় পার্থক্য শুধু ফার্মাকোলজিতে কিন্তু কেন আমাদের অ্যালোপ্যাথিদের মতো সুযোগ সুবিধা দেওয়া হয় না। ডাঃ সুজয় পালিত মহাশয় তুলে ধরলেন বর্তমান সরকার জবাব দেওয়া উচিত আয়ূশ দপ্তরের এতো দুর্নীতি কেন? পঞ্চায়েত মেডিকেল অফিসারদের বেতন এতো কম কেন তারা তো ফুল ডিউটি করে,তাদের পেনশন দিতে হবে দিতে হবে আমাদের অধিকার।উক্তসভায় বিচারপতি সকল আয়ূশ ডক্টরদের একত্ত্ববদ্ধ হয়ে এক ছাতার তলায় আসার আহ্বান জানান।সভার শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন প্রান্ত থেকে আসা সকল হ্যোমিও ডক্টরেরা তাদের দাবিগুলো তুলে ধরেন। উপস্থিত ছিলেন ও ভারতীয় মেডিসিনের গবেষকগণ। প্রত্যেকের একটাই দাবি অ্যালোপ্যাথিক ডক্টরদের মতো রিক্রুটমেন্ট হোক এবং রাজ্যসভায় আটকে পড়া NMC বিলটি লাঘু করা হোক। সবশেষে সকল সদস্যবৃন্দ উঠে দাঁড়িয়ে দুহাত তুলে শপথ নিলেন আমাদের লক্ষ্যে পৌঁছানোর আগে থামবে না এই অভিযান প্রয়োজনে পথে ও অনশনে নামব। সবশেষে একবিশিষ্ট সঙ্গীত শিল্পীর তালে তাল মেলাল সকল হ্যোমিও ডক্টরেরা আমাদের জাতীয় সঙ্গীত জন গণ মন,,,,,,, মধ্যে দিয়ে অনুষ্ঠিনটির সমাপ্তিসূচনা হয়।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর