ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

আসাম রাজ্যের কাছাড়ে বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন অনেকে

দিদারুল ইসলাম, আসাম

প্রকাশিত: ৬ আগস্ট ২০২০ ২২ ১০ ৩১  

করােনায় আক্রান্ত হলে চিকিতসা যাই মিলুক না কেন , অন্যান্য রােগের ক্ষেত্রে পরিস্থিতিটা ভয়াবহ । কোথায় যাওয়া , কার কাছে যাওয়া —-ওই সব প্রশ্নের উত্তর মেলে না । করােনার ভয়ে অনেকেই সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজ এড়িয়ে চলতে চান । এর দরুন প্রতিদিন বাড়ি বা মেডিক্যালের পথে মৃতের সংখ্যা বেড়ে চলেছে । এই সময়ে প্রতিদিন ৩-৪ জন এমন মৃতদেহ আসছে । বৃহস্পতিবার এই তথ্য জানান মেডিক্যাল কলেজের সুপারিন্টেন্ডেন্ট ডা . অভিজিত স্বামী । তিনি জানান , এর দরুন মেডিক্যালের অন্য ধরনের কাজ বেড়ে যায় । কারণ বাড়িতে বা মেডিক্যালে আনার পথে মারা গেলে নিয়ম মেনে পােস্টমর্টেম করতে হয় । এমন মৃতের সংখ্যা বেড়ে যাওয়ায় ফরেনসিক ডিপার্টমেন্টে চাপ বেড়ে গিয়েছে । এর ওপর আরেক সমস্যা , সকলের কোভিড টেস্ট করাতে হয় । কেউ নেগেটিভ হলে সাধারণ পােস্টমর্টেমের জন্য পাঠিয়ে দেওয়া হয় , তেমন সমস্যা নেই । কিন্তু মুশকিল দেখা দেয় । পজিটিভ মৃতদের ক্ষেত্রে । তাদের পিপিই কিট পরে পােস্টমর্টেম করতে হয় , যা কষ্টসাধ্য । তাই পুলিশে মামলা না গড়ালে তাদের পােস্টমর্টেম করা হচ্ছে না । ডা.স্বামীর কথায় , তাদের সবার ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসাবে লেখা হয় , নিউমােনিয়া উইথ পজিটিভ । এগুলাে আর স্টেট ডেথ অডিট বাের্ডে পাঠানাে হচ্ছে না । এর পরও পুলিশের মামলার ক্ষেত্রে পােস্টমর্টেম করতেই হচ্ছে তাদের । আর পজিটিভও কম আসছে না । অভিজিতবাবু বলেন , স্ট্রোকে মারা গিয়েছে , তারও টেস্ট রিপাের্ট পজিটিভ হচ্ছে । সাপে কামড়ালেও একই অবস্থা । 

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর