ব্রেকিং:
মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ১২ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৭ ১৪৩২   ১৯ রবিউস সানি ১৪৪৭

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সেনা জওয়ানদের মতো প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করছেন ডাক্তার, নার্স

আবুল সাহিদ , শিলচর আসাম

প্রকাশিত: ১৯ জুলাই ২০২০ ১৯ ০৭ ২৮   আপডেট: ১৯ জুলাই ২০২০ ১৯ ০৭ ২৮

সীমান্তে সেনা জওয়ানরা প্রাণের ঝুঁকি নিয়ে দেশের জন্য কাজ করেন, তাদের মনে বিন্দুমাত্র দ্বিধা থাকে না। ঠিক একইভাবে ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রাণের ঝুঁকি নিয়ে লড়াই করছেন। কথাগুলো আমি এতদিন শুনেছিলাম এবার অসুস্থ হয়ে চিকিৎসাধীন থাকায় চোখের সামনে দেখেছি। আমার পজিটিভ হওয়া নিয়ে প্রথমে একটা ধোঁয়াশা ছিল, যেভাবে তারা আমাকে জানিয়েছিলেন, এতে প্রাথমিকভাবে কিছুটা অখুশি ছিলাম। তবে এটা এখন অতীত, এবিষয়ে কথা বলার আর কোনও মানে হয়না। যেটা বলা অত্যন্ত জরুরি সেটা হচ্ছে, স্বাস্থ্য ব্যবস্থায় যেসব মানুষ কাজ করছেন তাদের কথা। আমি তাদেরকে এক কথায় কুর্ণিশ জানাই, এমনটাই বললেন শিলচরের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব।
শনিবার সন্ধ্যেবেলা তার রিপোর্ট নেগেটিভ আসে এবং রবিবার তাকে আনুষ্ঠানিকভাবে মুক্তি দেওয়া হয়। তবে তিনি আপাতত বাড়ি যেতে পারবেন না, কারণ জেলাশাসক কীর্তি জল্লি তাকে পরামর্শ দিয়েছেন তিনি যেন আগামী ১৪ দিন নিজেকে হোম কোয়ারেন্টাইনে রাখেন।
৮ জুলাই শিলচরের প্রাক্তন সাংসদ তথা জাতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এরপর শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি তার দ্বিতীয় পরীক্ষা হয় এবং শনিবার সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষ জানান, তার রিপোর্ট নেগেটিভ। অর্থাৎ তিনি করোনা ভাইরাস থেকে মুক্তি পেয়েছেন।
জুন মাসে দিল্লি থেকে ফেরার পর বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে ছিলেন সুস্মিতা। এরপর বেশ কয়েকটি জনসমাগমে যোগ দিয়েছেন। একটি অনুষ্ঠানে গ্রিন হাসপাতালের কর্ণধার রুদ্র নারায়ণ গুপ্তের সংস্পর্শে এসেছিলেন, ৩০ জুন একটি অনুষ্ঠানে তাদের দেখা হয়। পরবর্তীতে রুদ্র নারায়ণ গুপ্ত পজিটিভ হন এবং এর তিনদিনের মাথায় সুস্মিতা দেব নিজে পজিটিভ হন।
সুস্মিতা দেব কাছাড় জেলায় প্রথম কোনও বড় মাপের রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি করোনা ভাইরাসে আক্রান্ত হন। তবে পজিটিভ হওয়ার খবর নিয়ে প্রথমে কিছুটা ধোঁয়াশা দেখা দিয়েছিল। তবে এসব ব্যাপারে এখন আর কথা বলতে চাইছেন না প্রাক্তন সাংসদ।
রবিবার দুপুরে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ছোটখাটো একটি সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে প্রাক্তন সাংসদ সুস্মিতা দেবকে বিদায় জানানো হয়। হাসপাতাল সুপার ডাঃ অভিজিৎ স্বামী সহ অন্যান্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর