ব্রেকিং:
মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ১২ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৭ ১৪৩২   ১৯ রবিউস সানি ১৪৪৭

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রাজনগর থানায় রিওয়ার্ডের তরফে হ্যান্ড ওয়াশিং কিয়স্ক দেওয়া হল

খান আরশাদ, বীরভূম

প্রকাশিত: ১৪ জুলাই ২০২০ ১৩ ০১ ০৪   আপডেট: ১৪ জুলাই ২০২০ ১৩ ০১ ০৪

     

 

বীরভূমের রাজনগর থানায় রিওয়ার্ডের তরফে হ্যান্ড ওয়াশিং কিয়স্ক প্রদানের মধ্য দিয়ে এক অভিনব উপায় করোনা যোদ্ধাদের সম্বর্ধনা দেওয়া হল। রিওয়ার্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন নামে স্বেচ্ছাসেবী সংস্থার তরফে এক অভিনব উপায়ে করোনা যোদ্ধাদের সম্বর্ধনা দেওয়া হল। রাজনগর থানায় একটি হ্যান্ড ওয়াশিং কিয়স্ক প্রদানের মাধ্যমে মধ্য দিয়ে রাজনগর থানার পুলিশকে সম্মাননা জানানো হলো।

  রিওয়ার্ডের কর্ণধার রাখী ব্যানার্জ্জী জানান করোনা যোদ্ধা হিসেবে স্বাস্থ্য বিভাগের সাথে সাথে পুলিশ প্রশাসনও জীবনের ঝুঁকি নিয়ে পরিষেবা দিয়ে চলেছেন। তাই তাদেরকে সম্মাননা জানানোর সিদ্ধান্ত নেওয়া হয় সংস্থার পক্ষ থেকে। পায়ে চালানো এই হ্যান্ড ওয়াশিং কিওস্কটির মাধ্যমে থানার প্রতিটি পুলিশকর্মী এবং থানায় আসা সাধারণ মানুষ হাত ধুতে পারবেন। তিনি জানান রাজনগর এলাকা খরা প্রবন এলাকা। জলের সংকট এবং স্বাস্থ্যের দিকে লক্ষ রেখেই এই কিয়স্কটি এখানে লাগানো হল। এর ফলে জলের অপচয় অনেকটাই কম হবে এটি ব্যাবহার করার ফলে। আবার করোনা থেকে রেহাই পেতে হাত ধোয়ার প্রক্রিয়াটাও ভালোভাবে করা যাবে। এক কথায় স্বাস্থ্য এবং জলসংকট এই দুটিকে মাথায় রেখেই রাজনগর থানায় এই কিয়স্কটি লাগানো হল।

   রাজনগর থানার ওসি নুরেননবী  মহাশয় এর এই হ্যান্ড ওয়াশিং কিয়স্কটিতে হাত ধুয়ে শুভ সূচনা করলেন। সাথে ছিলেন রাজনগর থানার মেজবাবু হাসিব হাসান, এ.এস.আই দীপঙ্কর দাস সহ অন্যান্য পুলিশ কর্মীরা। এছাড়া উপস্থিত ছিলেন রাজনগর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পরিমল সাহা, সমাজসেবী সজল গড়াই, সেখ কাবুল, রিওয়ার্ডের সভাপতি রাজু রায়, কর্মী শম্ভু পন্ডিত সহ অন্যান্যরা। 

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর