ব্রেকিং:
মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ১৩ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৮ ১৪৩২   ২০ রবিউস সানি ১৪৪৭

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

চাটখিলে ‘ডা.সিরাজুল ইসলাম ফ্রি ডক্টরস চেম্বার’ চালু

জাগরণ রিপোর্ট 

প্রকাশিত: ৫ নভেম্বর ২০১৮ ১৭ ০৫ ২৮   আপডেট: ৫ নভেম্বর ২০১৮ ১৭ ০৫ ২৮

 

নোয়াখালীর চাটখিল উপজেলার গমতলিতে বিশিষ্ট সমাজসেবক, দানবীর ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা মরহুম ডা. সিরাজুল ইসলামের নামে একটি ফ্রি ডক্টরস চেম্বার চালু করা হয়েছে।

সুমনা গ্রুপের চেয়ারম্যান ডা. রুবাইয়াত ইসলাম মন্টির অর্থায়নে গত ২ নভেম্বর কয়েকজন রোগীর চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে চেম্বারটির শুভ উদ্ধোধন করা হয়।

ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল লিমিটেডের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা কর্মকর্তা সুব্রত মন্ডল প্রেরিত বার্তায় এসব তথ্য জানান হয়েছে।

চেম্বার থেকে প্রতি বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করা হবে।

উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, চাটখিলে সুমনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত ডা. সিরাজুল ইসলাম গরিব ও অসহায় মানুষের পাশে সব সময় ছিলেন। তিনি এলাকায় দানবীর নামেই পরিচিত ছিলেন। সিরাজুল ইসলামের সুযোগ্য উত্তরসূরী ডা. রুবাইয়াত ইসলাম মন্টিও এলাকার মানুষের কল্যাণে কাজ করে চলেছেন।

উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও চাটখিল উপজেলা আইন  বিষয়ক সম্পাদক এডভোকেট মো. ইয়েসিন করিম, রামনারায়ণুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ রামনারায়ণুর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।

এফসি/এমটিআই

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর