ব্রেকিং:
মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ১২ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৭ ১৪৩২   ২০ রবিউস সানি ১৪৪৭

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

৯ দিন পরও রিপোর্ট পায়নি কন্টেনমেন্টে আটক পরিবার

আবুল সাহিদ , শিলচর আসাম

প্রকাশিত: ৯ আগস্ট ২০২০ ১৮ ০৬ ১৫   আপডেট: ৯ আগস্ট ২০২০ ১৮ ০৬ ১৫

স্বাস্থ্য বিভাগের তুঘলকি কাণ্ডে বিপর্যস্ত সাধারণ মানুষ। শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল এক ব্যক্তির মৃত্যু হওয়ার তিনদিন পর ১০৮ পরিষেবা থেকে ফোন করে বলা হলো, “আপনারা তৈরি হোন হাসপাতাল যেতে হবে।” উত্তরে মৃত ব্যক্তির ছেলে বললেন, “বাবা তিন দিন আগেই মারা গেছেন,” সঙ্গে সঙ্গেই ওপার থেকে ফোন কেটে দেওয়া হল। ঘটনাটি ঘটেছে আসামের কাছাড় জেলার কালাইন অঞ্চলের প্রাক্তন বন বিভাগের কর্মী শরিফ উদ্দিন বড়ভূঁইয়ার পরিবারের সঙ্গে। শ্বাসজনিত সমস্যা নিয়ে সম্প্রতি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসার জন্য এসে প্রাণ হারান শরিফ উদ্দিন বড়ভূঁইয়া। মৃত্যুর পর তার শেষকৃত্য কোভিড প্রটোকলে সম্পন্ন করলেও ১০ দিনের মাথায় এখনও তার নাম ডেথ অডিট বোর্ডের তালিকা প্রকাশ করা হয়নি। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে বলা হচ্ছে, পরিবারের সদস্যরা চিঠি লিখে আবেদন জানালে আমরা কারণ তুলে ধরবো।
ছেলের বয়ান, “বাবাকে তারা চিকিৎসাই দেয়নি, তাদের ভূলে বাবার শরীরে করোনা সংক্রমণ হয়েছে, যার ফল আমাদের ভুগতে হচ্ছে। তার মৃত্যুর পরে আরও অনেকের মৃত্যু হয়েছে যাদের নাম গুয়াহাটির ডেথ অডিট বোর্ডের তালিকায় রাখা হয়েছে, অথচ আমার বাবার নাম সেখানে নেই। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে উত্তর পাইনি। এতটা অব্যবস্থার কোনও দরকার ছিল কিনা আমরা জানি না, তবে বাবাকে অসুস্থ অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়াই ভুল হয়েছে।”
উল্লেখ্য, হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে যাওয়ার অভিযোগে ডেথ অডিট বোর্ডের তালিকা নাম পাঠানো হয়নি বিলপারের যুবক সায়ন দাসের। একইদিনে কালাইন অঞ্চলের প্রাক্তন বন বিভাগের কর্মী শরিফ উদ্দিন বড় ভূঁইয়া শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরের দিন সকালে তার মৃত্যু হয়। পরে জানানো হয়, তার শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ছিল এবং কোভিড প্রটোকল মেনে পরবর্তীতে তার জানাজা সম্পন্ন হয়। অথচ তার নামও ডেথ অডিট বোর্ডের তালিকায় রাখা হয়নি। এদিকে তার ঘর কনটেইনমেন্ট করে দেওয়া হয়েছে, পরিবারের সদস্যদের সোয়াব স্যাম্পল পরীক্ষার রেজাল্ট নেগেটিভ হলেও সেখানেই আটকে রয়েছেন।
ডেথ অডিট বোর্ডের সঙ্গে যোগাযোগ করলে তারা বলেন, তারা ১ আগস্ট প্রয়োজনীয় তথ্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের হাতে তুলে দিয়েছেন। বোর্ডের চেয়ারম্যান একে বর্মন বলেন, “এই মৃত্যুর তথ্য আমাদের কাছে পাঠানো হয়েছিল, আমরা আমাদের মতামত শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে তুলে দিয়েছি। তারা সুবিধামতো সেটা প্রকাশ করবেন অথবা মৃত ব্যক্তির পরিবারকে জানাবেন, এতে আমাদের করণীয় কিছুই নেই।”
শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছে, “যদি মৃত ব্যক্তির পরিবার আমাদের কাছে চিঠি লেখে এবং মৃত্যুর কারণ সহ কোভিড রিপোর্ট জানতে চায়, তবে আমরা তাদের কাছে সব তথ্য তুলে ধরবো।”
এবার কথা হচ্ছে অন্যান্য মৃত্যুর ঘটনায় অডিট বোর্ডের পক্ষ থেকে নাম প্রকাশ করা হচ্ছে। তাহলে কাছাড় জেলার কয়েকটি ঘটনায় নিয়ম বদলে যাচ্ছে কেন? পরিবারের সদস্যরা তাদের পরিজনের শেষকৃত্যে অংশ নিতে পারছেন না। পরবর্তীতে কোনও লিখিত নোটিশ ছাড়াই তাদের ঘর কনটেইনমেন্ট করে দেওয়া হচ্ছে। অথচ মৃত ব্যক্তির কোভিড ছিল কিনা সেটাও বলা হচ্ছে না এবং পরিষ্কারভাবে মৃত্যুর কারণ তুলে ধরা হচ্ছে না। একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলেও প্রশাসন, শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল এবং অডিট বোর্ড নির্বিকারভাবে একে অন্যের ওপর দোষ চাপিয়ে দায়ভার সারছেন!

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর