ব্রেকিং:
মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ১৩ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৭ ১৪৩২   ২০ রবিউস সানি ১৪৪৭

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

শৌচাগারে রোগীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য মালদা হাসপাতালে

হক নাসরিন বানু

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০১৯ ১৩ ০১ ৫৪   আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৯ ১৩ ০১ ৫৪

মালদা:

শৌচাগারে রোগীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য হাসপাতাল চত্বর। ঘটনাটি ঘটেছে মালদা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে। শৌচাগার থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় রোগীর দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলেই জানিয়েছে পুলিশ। মৃতব্যক্তির নাম মনোজিৎ দাস। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত মনোজিৎ দাসের বাড়ি বালুরঘাটের চকবিঘু এলাকায়। পেটের ব্যাথা নিয়ে চারদিন ধরে ভুগছিলেন তিনি। গত চারদিন আগে অসহ্য ব্যাথা নিয়ে বালুরঘাট হাসপাতালে ভর্তি হয়। সেখান থেকে রবিবার মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করে। সোমবার তার স্ত্রী রাত্রিবেলা মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে বাইরে আসে। সেই সময় রাত্রিবেলা হাসপাতালের বাথরুমে গামছা দিয়ে গলায় ফাঁসদিয়ে আত্মঘাতী হন তিনি। ঘটনা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মর্গে পাঠান। ঘটনার তদন্ত শুরু করেছে মালদা ইংরেজবাজার থানার পুলিশ।তবে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে রহস্য দানা বাঁধতে শুরু করেছে। মালদা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে এই ধরনের ঘটনায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর