ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শনিবার   ১৮ জানুয়ারি ২০২৫   মাঘ ৫ ১৪৩১   ১৮ রজব ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

রাজ্যে সর্বাধিক রক্তদান মুর্শিদাবাদের দ্যা ওটু হাসপাতালে।

সামশেরগঞ্জ :মুর্শিদাবাদ নিজস্ব সংবাদদাতা

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২২ ১২ ১২ ২৯  

রক্তদান- শিবিরে অনবদ্য ভূমিকা   দ্যা ওটু হাসপাতালের

রক্তদান- শিবিরে অনবদ্য ভূমিকা দ্যা ওটু হাসপাতালের

সোমবার সকাল সাতটা থেকেই রক্তদাতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো।  পশ্চিমবঙ্গের সর্বাধিক রক্তদান  ওটু হাসপাতালের পরিচালনায়  । দ্যা ওটু হাসপাতালের ম্যানেজিং  ডিরেক্টর মিল্টন বিশ্বাস জানান  যে বেশ কয়েকমাস আগে ভাঙরের বিধায়ক নওশাদ  সিদ্দিকীর   উদ্যোগে প্রায় -২৭২০ জন  রক্ত দেন , কিন্তু সেই রেকর্ড কে  পেছনে ফেলে  ফের নতুন করে রেকর্ড    গড়লো   মুর্শিদাবাদের বেসরকারি হাসপাতাল দ্যা ওটু হাসপাতাল।   মুর্শিদাবাদের সামশেরগঞ্জের পাকুড় রোড  সংলগ্ন এলাকায়   একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় ।  - রক্ত দিতে অসংখ্য মানুষদের  সমাগম  তথা জনশ্রুতে   পরিণত হয়   ।, এছাড়াও পুরুষদের পাশাপাশি মহিলারাও  রক্ত দিতে আগ্রহী হয় এই শিবিরে । দ্যা ওটু হাসপাতাল সূত্রে জানা যায়  - দিনের শেষে  প্রায়- ৫১৮৫ জন্  রক্তদাতা রক্ত দেন আজকের এই মেগা রক্তদান শিবির দ্যা ওটু হাসপাতাল প্রাঙ্গণে   । এই রক্তদান শিবিরে পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ড থেকে -আসে বিভিন্ন  রক্তদাতারা।  মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ,সুতি,ফারাক্কা , এছাড়া দোমোহনা থেকেও  রক্ত দিতে ছুটে আসে এই ওটু হাসপাতালে । আজকের  এই মেগা রক্তদান   শিবিরে  রক্ত দিয়ে সর্বাধিক   রেকর্ড গড়েন  দ্যা ওটু হাসপাতাল।

এই রক্তদান শিবিরে ধুলিয়ান পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের সমাজসেবী তথা তরুণ তুর্কি লাল মহাম্মদ,আবু বাক্কার ওরফে ভুরু সহ প্রায় ৬০ জন রক্ত দাতা  রক্তদেন তবে হ্যাঁ পুরুষদের পাশাপাশি মহিলারা রক্ত দিতে এগিয়ে আসে আজকের এই মেগা রক্তদান শিবিরে । দ্যা ওটু হাসপাতাল সূত্রে জানা যায় যে - প্রায় একসাথে ৩২০ টি বেড  ব্যবস্থা করা হয়, এছাড়ো  রক্তদাতাদের ক্যাম্পে  এসে কোন অসুবিধা না হয় সেদিকে   স্বেচ্ছাসেবীদের দায়িত্ব দেয় দ্যা ওটু হাসপাতাল কর্তৃপক্ষ  । অবশেষে রক্তদান শিবিরে বড়  সাফল্য পেল  দ্যা ওটু হাসপাতাল।   আজকের এই মেগা রক্তদান শিবিরে বিভিন্ন জেলা থেকে ব্লাড ব্যাঙ্ক আসে - যেমন মুর্শিদাবাদের বহরমপুর মেডিকেল কলেজ , জঙ্গিপুর ব্লাড  সেন্টার , মালদা মেডিকেল কলেজ , ডোমকল ব্লাড সেন্টার , কান্দি ব্লাড সেন্টার , মালদা জেলার চাচোল ব্লাড সেন্টার , সাগরদিঘী, রামপুরহাট, সিউড়ি রায়গঞ্জ, শক্তিনগর নবদ্বীপ,কল্যাণী সহ সব মিলিয়ে প্রায় ১৪টি ব্লাড ব্যাঙ্ক ।     

 আজকের এই রক্তদান শিবিরের ওটু হাসপাতালের কর্ণধার বায়রন বিশ্বাস বলেন  -  আজকের এই রক্তদান শিবিরে মানুষের সমাগম  দেখে খুব আনন্দিত। রক্ত দানের    পাশাপাশি আরও আগামী দিনে  মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা সহ বিভিন্ন অঞ্চলের জনসাধারণের  জন্য সমাজসেবা মূলক কাজ করতে পারি তাই সকলের কাছে দোয়া ও আশীর্বাদ চাইছি। আজকের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন  সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম , ফারাক্কা বিধানসভার বিধায়ক মনিরুল ইসলাম , দ্যা ওটু হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর-  মিল্টন বিশ্বাস ও নিপন জিৎ বিশ্বাস, ধুলিয়ান পৌরসভার প্রাক্তন পৌর প্রশাসক  আলম মেহেবুব,ধুলিয়ানের বিশিষ্ট সমাজসেবী  রামকৃষ্ণ সিং ওরফে চুন্নু বাবু , এছাড়াও  আজকের এই মেগা রক্তদান শিবিরে  উপস্থিত ছিলেন ওটু হাসপাতালের  চিকিৎসকরা সহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর