ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

বীরভূমের সিউড়িতে ডাক্তারদের সিদ্ধান্ত বদল

খান আরশাদ, বীরভূম

প্রকাশিত: ১৪ জুন ২০১৯ ১৬ ০৪ ২১  

সিদ্ধান্ত বদল করলেন ডাক্তাররা। গতরাতে বীরভূমের সিউড়ি সদর হাসপাতালের ডাক্তাররা এন.আর

এস কান্ডের জেরে বৃহস্পতিবার রাত্রে সিদ্ধান্ত নিয়েছিলেন শুক্রবার ৬৭ জন ডাক্তার কাজে ইস্তফা দেবেন। কিন্তু শুক্রবার সকালে তাঁরা ফের সিদ্ধান্ত বদল করেন। তাঁরা জানান তাঁরা নিরাপত্তা দাবী করছেন ঠিকই। কিন্তু রোগীদের পরিষেবা দেওয়া তাঁরা বন্ধ করবেন না। হাসপাতালে আগত রোগীদের সমস্যার কথা মাথায় রেখেই তাঁরা পরিষেবা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা প্রত্যেকে বুকে কালো ব্যাজ পরে এন.আর.এস কান্ডের তীব্র প্রতিবাদ জানাবেন। বৃহস্পতিবার রাত্রের খবর চাউর হতেই শুক্রবার সকালে সিউড়ি সদর হাসপাতালে এসে উপস্থিত হন বিধায়ক ডাঃ অশোক চ্যাটার্জী, জেলা পরিষদের সভাধীপতি বিকাশ রায় চৌধুরী, বিজেপি নেতা দুধ কুমার মন্ডল। তাঁরা ডাক্তারদের সঙ্গে কথা বলেন এবং রোগীদের কথা ভেবে পরিষেবা চালিয়ে যাওয়ার অনুরোধ করেন। ডাক্তাররা রোগীদের স্বার্থে পরিষেবা চালানোর সিদ্ধান্ত নেন। ডাক্তারদের এহেন সিদ্ধান্তে রোগী সহ সাধারণ মানুষ তাঁদের সাধুবাদ জানিয়েছেন। একই সঙ্গে তাঁরা এন.আর.এসে ডাক্তার নিগ্রহে জড়িত অপরাধীদের শাস্তিরও দাবী জানিয়েছেন।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর