ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

নতুন রাস্তার উদ্বোধন করলেন বিধায়ক মোস্তাক আলম

সরিফুল ইসলাম

প্রকাশিত: ১৯ আগস্ট ২০১৯ ১৩ ০১ ৫৭  

সরিফুল ইসলাম, পুষ্পপ্রভাতের প্রতিবেদক, হরিশ্চন্দ্রপুর,১৯ আগস্ট : একের পর এক উন্নয়ন যজ্ঞের কাজ করে যাচ্ছেন এলাকার। চলতি অর্থবর্ষের তার নিজের উন্নয়ন তহবিলের সমস্ত টাকায় খরচ করতে বদ্ধপরিকর তিনি।রবিবার উন্নয়ন যজ্ঞের এমনি একটি রাস্তার উদ্বোধন করলেন হরিশ্চন্দ্রপুরের কংগ্রেস বিধায়ক তথা মালদা জেলা কংগ্রেসের সভাপতি মোস্তাক আলম। হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের কাতলামারি গ্রামে বিইইউপি'র দু'লক্ষ টাকা বরাদ্দে ছেচল্লিশ মিটার কনক্রিটের রাস্তা করে দিলেন বিধায়ক মোস্তাক আলম। স্বভাবতই খুশি গ্রামের মানুষ। কাতলামারি গ্রামের সাধারণ মানুষ থেকে ছাত্র ছাত্রী সকলে কাঁচা রাস্তা দিয়ে বহু কষ্টে খাড়াগ্রামে এসে পাকা রাস্তা দেখা পেত। এদিন সেই কষ্টের অবসান হয় বলে জানান তারা। কাতলামারি গ্রামের বাসিন্দা এনামূল হক, হবিবুর রহমান প্রমুখরা বলেন, বহুদিন থেকে আমরা এই কাঁচা রাস্তা দিয়ে তালশুড় বাজার, মিটনা হাই স্কুল, হরিশ্চন্দ্রপুর যেতাম। একদিন এম .এল. এ.সাহেবকে ব্যাপারটা বললাম। আর তার পরই পাকা রাস্তা জুটল আমাদের । আমাদের কষ্টের দিন শেষ হল। এক প্রশ্নের উত্তরে হরিশ্চন্দ্রপুর কংগ্রেস বিধায়ক তথা মালদা জেলা কংগ্রেসের সভাপতি মোস্তাক আলম জানান, কাতলামারি গ্রামটি টাল এলাকায় পড়ে। তাদের বহুদিনের রাস্তার সমস্যা ছিল। সেই সমস্যা আজ দূর হল। তবে হরিশ্চন্দ্রপুরে এখনো বহু রাস্তা বাকি রয়েছে।কতগুলি রাস্তার স্কিম ধরাও রয়েছে। সেগুলির খুব তাড়াতাড়ি কাজ হবে হবে। আর যেগুলি কাঁচা রাস্তা এখনো হয়নি সেগুলি আমার নজরে আছে। আগামিদিনে করে দিব। কারণ মানুষের জন্যই আমি এখানে আছি। যতদিন বাঁচব মানুষের কাজ করে যাব।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর