ব্রেকিং:
মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ১২ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৭ ১৪৩২   ২০ রবিউস সানি ১৪৪৭

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

করোনা:শিলচরের লক্ষীপুরে বাধা,শেষে অজানাস্থানে অন্ত্যেষ্টি চৈতালির

আবুল সাহিদ , শিলচর আসাম

প্রকাশিত: ২৬ জুলাই ২০২০ ০৯ ০৯ ৩৬   আপডেট: ২৬ জুলাই ২০২০ ০৯ ০৯ ৩৬

আসাম স্টেট লেভেল ডেথ বোর্ড তাকে করোনায় মৃতের স্বীকৃতি দেয়নি৷ তবু তাঁর অন্ত্যেষ্টির জন্য জায়গা মিলছিল না৷ শিলচরের লক্ষীপুর মহকুমার বড় কর্তারা ময়দানে নামেন৷ লাভ হয়নি৷ লাবক শ্মশানের রাস্তায় মানুষ নেমে পড়েন৷ পিপিই কিটে মোড়া মৃতদেহ তাঁরা কিছুতেই এলাকায় ঢুকতে দেবেন না৷ শেষে শববাহী গাড়ি নিয়ে ফিরতে হয়েছিল প্রশাসনিক কর্তাদের৷ শনিবার সরকারিভাবে জানানো হয়েছে, শুক্রবার রাতেই জনমানবহীন এক জায়গায় তাঁর অন্ত্যেষ্টি হয়েছে৷ তবে কোন জায়গা, তাঁরা বলতে চাইলেন না৷
বেশ কিছুদিন ধরেই লিভারের সমস্যায় ভুগছিলেন ৩৫ বছরের চৈতালি দেব৷ ১৯ জুলাই ভর্তি হন শিলচর মেডিক্যাল কলেজে৷ সে দিনই তাঁর কোভিড টেস্টের নমুনা সংগ্রহ করা হয়৷ পরদিন রিপোর্ট আসে পজিটিভ৷ বৃহস্পতিবার মেডিক্যাল কলেজে মারা যান তিনি৷ যাবতীয় নথি যায় ডেথ অডিট বোর্ডে৷ তারা জানান, করোনাতেই মারা গিয়েছেন, এ কথা বলা যায় না৷ তবে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি৷ তাই কোভিড বিধি মেনে অন্ত্যেষ্টির নির্দেশ দেওয়া হয়৷ তাতেই মুশকিল হয়৷
লক্ষীপুর মহকুমার হরিনগরে বাড়ি তার৷ প্রশাসন তাঁর মহকুমাতেই নির্জন জায়গায় নিয়ে মৃতদেহ পোড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল৷ নিজেদের মহকুমার মানুষকে তাঁরা জায়গা না দিলে কে দেবে! এমন যুক্তি শতকণ্ঠের তীব্র বিরোধিতায় মূহূর্তে হারিয়ে যায়৷

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর