ব্রেকিং:
মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ২৫ জানুয়ারি ২০২৬   মাঘ ১২ ১৪৩২   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বাসর রাতেই কনে বদল অভিযোগ

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৬ ১৪ ০২ ৪৭   আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ১৪ ০২ ৪৭

মহা সমারোহে বিয়ের পর বাসর রাতেই চরম নাটকীয় মোড়। নববধূ মুখ ধোওয়ার পরই ‘কনে বদল’ হয়েছে বলে অভিযোগ তুললেন বর। পালটা পণের দাবির অভিযোগ আনল কনেপক্ষ। শেষ পর্যন্ত বিষয়টি গড়াল আদালতে, আর সেই মামলাতেই কারাবাসের নির্দেশ দেওয়া হল বরকে।

সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ২০২৫ সালের ১ আগস্ট ঠাকুরগাঁওয়ের চণ্ডীপুর এলাকার রায়হান কবীরের সঙ্গে ভাণ্ডার এলাকার জিয়ারুল হকের মেজো মেয়ের বিয়ে হয়। বিয়ের রাতেই বর ও তাঁর পরিবার অভিযোগ তোলে, যে মেয়েকে দেখিয়ে বিয়ে ঠিক হয়েছিল, নববধূ তিনি নন।

রায়হান কবীরের দাবি, ঘটকের মাধ্যমে সম্বন্ধের সময় যে মেয়ের ছবি দেখানো হয়েছিল, বর্তমান কনে সেই ব্যক্তি নন। বিয়ের সময় অতিরিক্ত মেকআপ থাকায় বিষয়টি বোঝা যায়নি। কিন্তু বাসরের আগে কনে মুখ ধোওয়ার পর বিষয়টি স্পষ্ট হয়ে যায়। তাঁর অভিযোগ, ২ আগস্টই নববধূকে বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

অন্যদিকে কনের বাবার পালটা অভিযোগ, পাত্রপক্ষ ১০ লক্ষ টাকা পণ দাবি করেছিল। সেই টাকা দিতে অস্বীকার করাতেই কনে বদলের মতো মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। কনেপক্ষের দাবি, বিয়েতে প্রায় ৭০ জন বরযাত্রী উপস্থিত ছিলেন। এত মানুষের সামনে কনে বদল হওয়ার অভিযোগ বিশ্বাসযোগ্য নয়।

ঘটকও জানিয়েছেন, মেয়েকে দেখতে পাত্রপক্ষ নিজেরাই এসেছিল। ফলে কনে বদলের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে তাঁর দাবি।

এই ঘটনায় প্রথমে ২৭ আগস্ট কনের বাবা মামলা দায়ের করেন। পালটা ২ সেপ্টেম্বর আদালতের দ্বারস্থ হন রায়হান কবীর। এতদিন জামিনে থাকলেও, গত সোমবার (১৯ জানুয়ারি) আদালত রায়হান কবীরের কারাবাসের নির্দেশ দেয়।

উভয় পক্ষই নিজেদের দাবিতে অনড়। এখন পরবর্তী শুনানির দিকেই তাকিয়ে গোটা ‘এ আমার বউ নয়!’ বাসর রাতে স্ত্রী মুখ ধুতেই আঁতকে উঠল বর

 

বিয়ে হয়েছিল মহা সমারোহে। কে জানত বাসর রাত হয়ে উঠবে এমন বিষময়! নববধূ মুখ ধোওয়ার পর ঘটে গেল নাটকীয় ঘটনা। ‘কনে বদল’-এর চাঞ্চল্যকর অভিযোগ তুললেন পাত্র। পালটা অভিযোগ আনল কনেপক্ষও। বিষয় গড়াল মামলা পর্যন্ত। এমনই অদ্ভুত এক ঘটনার সাক্ষী বাংলাদেশের ঠাকুরগাঁও।

বাংলাদেশের এক সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ২০২৫ সালের ১ আগস্ট বিয়ে হয় চণ্ডীপুরের রায়হান কবীর ও ভাণ্ডারের জিয়ারুল হকের মেজো মেয়ের। কিন্তু বিয়ের রাতেই বর ও তাঁর পরিবার অভিযোগ তোলে বউ পালটে গিয়েছে। যে মেয়েকে দেখানো হয়েছিল, ইনি সেই মেয়ে নন। স্বাভাবিক ভাবেই এমন দাবি ঘিরে গোলমাল তুঙ্গে ওঠে। শেষপর্যন্ত ২৭ আগস্ট মামলা করেন কনের বাবা। পালটা ২ সেপ্টেম্বর আদালতের দ্বারস্থ হন রায়হান কবীর। কিন্তু গত সোমবার, ১৯ জানুয়ারি আদালত কবীরকে কারাবাসের নির্দেশ দেন।

রায়হান কবীরের অভিযোগ, ঘটকের মাধ্যমে যখন সম্বন্ধ হচ্ছিল তখন যে মেয়ের ছবি দেখানো হয়েছিল, এই মেয়েটি সেই ছবির মেয়ে নন। বিয়ের সময় প্রচুর মেকআপ থাকায় সেটা বোঝা যায়নি। কিন্তু বাসরের আগে কনে মুখ ধুতেই পরিষ্কার হয়ে যায় কনে বদলে দেওয়া হয়েছে। ২ আগস্টই নববধূকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হয় বলেও দাবি করেছেন তিনি।

এদিকে কনের বাবার পালটা অভিযোগ, পাত্রপক্ষ ১০ লক্ষ টাকা পণ চেয়েছিল। সেই টাকা না দেওয়াতেই এমন মিথ্যে অভিযোগ করা হচ্ছে। বিয়েতে প্রায় ৭০ জন বরযাত্রী এসেছিলেন। এখন এমন অভিযোগ কোনওভাবেই ধোপে টেকে না। ঘটকও বলছেন, মেয়েকে দেখতে পাত্রপক্ষই এসেছিল। কাজেই এমন অভিযোগ ভিত্তিহীন। উভয়পক্ষই দাবি করছেন সত্যের জয় হবে। এতদিন কবীর জামিন পেলেও এবার তাঁকে কারাবন্দি করা হয়েছে। এমতাবস্থায় পরবর্তী শুনানির দিকেই মজর সকলের।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর