ব্রেকিং:
মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ২৫ জানুয়ারি ২০২৬   মাঘ ১২ ১৪৩২   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

ঘরোয়া ক্রিকেটে অপ্রতিরোধ্য সরফরাজ

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৬ ২১ ০৯ ২৭   আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ২১ ০৯ ২৭

সরফরাজ খান আবারও প্রমাণ করলেন—ঘরোয়া ক্রিকেটে তাঁর দাপট কোনও কাকতালীয় ঘটনা নয়। রঞ্জি ট্রফিতে হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম দিনের শেষে ১৪২* (১৬৪) রানের ইনিংস শুধু স্কোরবোর্ড ভরানোর জন্য ছিল না, ছিল নির্বাচকদের উদ্দেশে স্পষ্ট বার্তা।

এই ইনিংসে ধৈর্য, টেকনিক এবং আক্রমণাত্মক মানসিকতার নিখুঁত সমন্বয় দেখা গেছে। নতুন বল সামলানো থেকে শুরু করে স্পিনের বিরুদ্ধে আধিপত্য—সব ক্ষেত্রেই ছিল পরিণত ব্যাটিংয়ের ছাপ। অযথা ঝুঁকি নয়, আবার সুযোগ পেলে শাস্তি—এই ভারসাম্যই সরফরাজকে আলাদা করে তুলছে।

এই ইনিংসের সবচেয়ে বড় দিক হলো ধারাবাহিকতা। গত কয়েক মরসুম ধরেই রঞ্জি ট্রফিতে নিয়মিত রান করছেন সরফরাজ, আর এবারও তার ব্যতিক্রম হলো না। শুধু লাল বল নয়, ঘরোয়া ক্রিকেটের সব ফরম্যাটেই নিজেকে প্রাসঙ্গিক করে তুলেছেন তিনি। টি-টোয়েন্টিতে দ্রুত রান করার ক্ষমতা, একদিনের ক্রিকেটে ইনিংস গড়ার দক্ষতা এবং টেস্ট-ধাঁচের ক্রিকেটে দীর্ঘক্ষণ উইকেটে থাকার মানসিকতা—সব মিলিয়ে নিজেকে একজন পূর্ণাঙ্গ ব্যাটার হিসেবে প্রতিষ্ঠা করছেন।

১৪২ রানে অপরাজিত থাকার অর্থ, আরও বড় ইনিংসের সম্ভাবনা খোলা রাখা। এই ফর্মে থাকলে ডাবল সেঞ্চুরিও অসম্ভব নয়। তবে পরিসংখ্যানের চেয়েও গুরুত্বপূর্ণ তাঁর আত্মবিশ্বাস—প্রতিটি শট নির্বাচন ও রান নেওয়ার সিদ্ধান্তে যার স্পষ্ট ছাপ রয়েছে।

এখন প্রশ্নটা অবধারিত—এত ধারাবাহিক পারফরম্যান্সের পরও জাতীয় দলের দরজা কি আরও দীর্ঘদিন বন্ধ থাকবে? সরফরাজ খান যেন বারবার নিজের ফাইলটা নির্বাচকদের টেবিলে ঠেসে রাখছেন। এই ইনিংস শুধু একটি ম্যাচের গল্প নয়, ভারতীয় ক্রিকেটে নিজের জায়গা দাবি করার আরেকটি জোরালো ঘোষণা।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর