ব্রেকিং:
জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ জুলাই ২০২৫   আষাঢ় ২৩ ১৪৩২   ১১ মুহররম ১৪৪৭

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

ফুটবলে বদলে যাচ্ছে পেনাল্টিসহ ৩ আইন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ৬ নভেম্বর ২০১৮ ১১ ১১ ৩৮   আপডেট: ৬ নভেম্বর ২০১৮ ১১ ১১ ৩৮

লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে পেনাল্টি কিক নিতে যাওয়া লিওনেল মেসি শেষ পর্যন্ত নিজে কিক না নিয়ে সুয়ারেজকে পাস দিয়ে গোল করানোর সেই দৃশ্য নিশ্চয়ই ফুটবল পাগল সমর্থকদের ভুলে যাওয়ার কথা নয়। তবে এখন থেকে এমন দৃশ্য ফুটবল বিশ্বে আর দেখা যাবে না।  

আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) বিখ্যাত সংবাদ মাধ্যম টেলিগ্রাফকে জানিয়েছে, এখন থেকে ফুটবলে পেনাল্টি শট, হ্যান্ডবল ও খেলোয়াড় পরিবর্তন- এই তিন বিষয়ে নতুন আইন আসছে। 

পেনাল্টি কিকের নতুন আইন অনুসারে কিক নেয়ার আগে কোনো খেলোয়াড় তার সতীর্থকে পাস দিয়ে গোল করাতে পারবে না, যেমনটা মেসি করিয়েছিলেন সুয়ারেজকে দিয়ে। নতুন নিয়মে কোনো খেলোয়াড় কিক মারার পর বলটি ডেড ঘোষণা করা হবে।

এখানেই শেষ নয়, কোনো খেলোয়াড় যদি পেনাল্টি কিক মারার পর যদি তা গোলরক্ষক প্রতিহত করে দেন কিংবা বলটি পোস্টে লেগে ফিরে আসে, তারপরেও আর কেউ বলে কিক মারতে পারবে না বলটি ডেড ঘোষণা করার জন্য। সেক্ষেত্রে গোল কিক করার জন্য বলটি গোলকিপারকে দেয়া হবে।

হ্যান্ডবলের ক্ষেত্রে নতুন আইনে বলা হয়েছে, কোনো ফুটবলার ইচ্ছাকৃতভাবে বলে হাত দিলে রেফারি বাঁশি বাজিয়ে হ্যান্ডবলের সংকেত দেবেন। যদিও এই আইনে নির্দিষ্টভাবে খেলোয়াড়ের ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃতভাবে বল ধরার কোনো মাপকাঠি নির্ধারণ করা হয়নি। এক্ষেত্রে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে। 

পেনাল্টি এবং হ্যান্ডবলের পাশাপাশি পরিবর্তন আসছে ম্যাচ চলাকালীন সময়ে খেলোয়াড় পরিবর্তনের আইনেও। নতুন আইনে উল্লেখ করা হয়েছে।  খেলোয়াড় নামানোতে সময় সময় নষ্ট না করার কথা পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে। তাই এখন থেকে বলদি খেলোয়াড় হেঁটে হেঁটে মাঠ ছাড়তে পারবেন না। সময় বাঁচাতে তাকে দৌড়ে মাঠ ছাড়তে হবে। 

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর