ব্রেকিং:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

শুক্রবার   ২১ ফেব্রুয়ারি ২০২৫   ফাল্গুন ৯ ১৪৩১   ২৩ শা'বান ১৪৪৬

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বর্ষন ও নদী ভাঙনে ভাঙল ব্রিজ পিক আপ পড়ে মৃত ২ ঝুলছে রেল সেতু

প্রকাশিত: ২৮ জুলাই ২০২০ ১২ ১২ ১৬  

মালবাজার,

গত কয়েক দিন ধরে ডুয়ার্সে কালিম্পং জেলার পাহাড়ি এলাকায় চলছে প্রবল বর্ষন। ফুলেফেঁপে উঠছে নদী ও ঝোড়া। যার জেরে সোমবার রাতে মাল ব্লকে দুই পৃথক স্থানে ধসে পড়ল জাতীয় সরক সেতুর এক অংশ। সেই ধসে পড়া অংশে এক মাল বাহী পিকআপ উল্টে পড়ে মারা গেল দুই জন। অপর নদীর প্রবল জলস্রোতে রেলসেতুর পশ্চিম পড়ের মাটি ধসে যায়। ঝুলন্ত অবস্থায় দেখা যায় শিলিগুড়ি - আলিপুরদুয়ার রেলপথের খানিক অংশ।যদিও বর্তমানে রেল চলাচল বন্ধ আছে। 
জানাগেছে, সোমবার রাতে প্রবল বর্ষন চলছিল। প্রবল বর্ষনে ফুলেফেঁপে ওঠে মাল ব্লকের বাগরাকোট গ্রাম পঞ্চায়েত এলাকার জুরন্তি ও লিস নদী। জুরন্তি নদীর প্রবল জলস্রোত জাতীয় সরক সেতুর পুর্ব অংশ ধসিয়ে দেয়। ভেঙে পড়ে সেতুর উপরের স্লাব। সোমবার রাত ৩.৩০ মিনিট নাগাদ তিনটি পন্য বোঝাই পিকআপ মালবাজারের দিক থেকে শিলিগুড়ি অভিমুখে যাচ্ছিল। প্রথম পিকআপ ভ্যানটি বুঝতে না পেরে স্লাবের ভাংগা অংশ দিয়ে নিচে পড়ে যায়। পড়ে দমকল ও একটি রিকভারি ক্রেন পিক আপটিকে উদ্ধার করে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মাল মহকুমা শাসক শান্তুনু বালা, এস ডি পি ও দেবাশীষ চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকরা। চলে আসে জাতীয় সরক দপ্তরের কর্মীরা।  মাল মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ চক্রবর্তী জানান, পিক আপটি পড়ে যাওয়ার ফলে ওই গাড়িতে থাকা চালক ও এক আরোহী মারা গেছে।
এই ঘটনায় জাতীয় সরকে যাতায়াত থেমে যায়। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ডুয়ার্স থেক শিলিগুড়ির। জাতীয় সরক দপ্তরের বাস্তুকার জানান, দ্রুত সেতুর ভাঙা অংশ মেরামত করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য, এই জুরন্তি নদীর জাতীয় সরক সেতুর খানিকটা বেশ কয়েক বছর আগে ধসে পড়েছিল। সেবারও পরে মেরামত করা হয়। অপর লিস নদীর প্রবল জলস্রোত বাগরাকোট ও ওয়াসাবাড়ি চা বাগানের মাঝে রেল সেতুর গার্ড ওয়াল ভেঙে মাটি ধসিয়ে দেয়। ভেঙে যায় সেতুর গার্ডার।ঝুলতে থাকে রেললাইন।   লকডাউনে রেল চলাচল না থাকায় বিপত্তি হয় নি। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত ওই অংশ মেরামত করা হবে।    
গত কয়েক দিন ধরে চলছে প্রবল বর্ষন। উত্তাল হয়ে উঠেছে প্রতিটি ঝোড়া ও নদী। ডুয়ার্সের বিভিন্ন স্থানে ঘটছে নদী ভাঙন ও ধস। সোমবার রাতের নদী ভাঙন ও ধসে বিরাট ক্ষতি হলো জাতীয় সরকের ও রেল পথের। দ্রুত মেরামত না হলে যোগাযোগ ব্যহত হবে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর