ব্রেকিং:
জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

শুক্রবার   ০৪ জুলাই ২০২৫   আষাঢ় ২০ ১৪৩২   ০৮ মুহররম ১৪৪৭

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

তামান্না হত্যাকাণ্ড ও কসবা গণধর্ষণ-কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে পথে সামশেরগঞ্জ যুব কংগ্রেস

প্রকাশিত: ৪ জুলাই ২০২৫ ০৮ ০৮ ১১   আপডেট: ৪ জুলাই ২০২৫ ০৮ ০৮ ১১

সামশেরগঞ্জ, ৩ জুলাই — কসবা গণধর্ষণ ও কালীগঞ্জে বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় নিহত নাবালিকা তামান্নার মৃত্যুর প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রবল বৃষ্টি উপেক্ষা করে পথে নামল সামশেরগঞ্জ ব্লক যুব কংগ্রেস। কাকুরিয়ে থেকে সাহেবনগর স্কুল পর্যন্ত পথসভা ও প্রতিবাদ মিছিল করে স্থানীয় বাজারচত্বরে সাহেবনগর হাই স্কুলের গেটের সামনে সভার আয়োজন করে তারা।সভায় সামশেরগঞ্জ যুব কংগ্রেসের সভাপতি সাকিরুদ্দিন সেখ কড়া ভাষায় বলেন, “এটা নিছক দুর্ঘটনা নয়—এটা রাজনৈতিক বর্বরতা। একটি শিশুর প্রাণ কেড়ে নেওয়া হয়েছে শুধুমাত্র তার পরিবারের রাজনৈতিক পরিচয়ের কারণে। তৃণমূল বিজয়ের উন্মাদনায় বোমা ছুঁড়ে উদযাপন করছে, আর তাতে তামান্নার মৃত্যু হলো। এটি রাজ্যের গণতন্ত্রের উপর নির্মম আঘাত।”তিনি আরও বলেন, “নির্বাচনে জয় মানেই কি রক্তপাত? তামান্নার মৃত্যু কোনও রাজনৈতিক রঙে ঢেকে রাখা যাবে না। আমরা চাই নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত, চাই জবাবদিহি।” আর কত তামান্না জীবন যাবে রাজা প্রশ্ন করেছেন যুব কংগ্রেসের নেতারা?

যুব কংগ্রেসের নেতাদের দাবি, তামান্নার মৃত্যু রাজনীতির ঊর্ধ্বে উঠে নারী ও শিশুর নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। “কি ছিল তামান্নার অপরাধ? সে কি শুধুই একটি বামপন্থী পরিবারে জন্ম নিয়েছিল? নাকি এই রাজ্যে জন্ম নিয়েছিল?” — প্রশ্ন তোলেন তারা।

সভায় কংগ্রেস নেতা শানাওয়াজ নিমতিটা অঞ্চলে রাস্তার কাজ নিয়ে বিস্ফোরক অভিযোগ করে বলেন, “রাস্তার কাজ হচ্ছে অন্যত্র, অথচ হোর্ডিং লাগানো হয়েছে চাঁদপুর থেকে সীতারামপুর পর্যন্ত। এর পিছনে শাসক দলের কী উদ্দেশ্য নাটকীয় চলছে । তাই বিষয়টি প্রশাসনকে জানানো হবে।সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন ব্লক সভাপতি ইমাম সেখ, যুব কংগ্রেস নেতা সাকির আহাম্মেদ সহ বিভিন্ন অঞ্চল থেকে আগত কর্মী ও নেতৃত্ব। সকলেই বলেন, “এই ঘটনার বিচার না হলে আগামী দিনে আরও তামান্না, আরও মা-বোনেরা বলি হতে পারেন রাজনৈতিক উন্মাদনার।”

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর