ব্রেকিং:
মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ১৯ জানুয়ারি ২০২৬   মাঘ ৬ ১৪৩২   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোহিতের অবসর নয়, পরিকল্পিত বিশ্রাম

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬ ১৪ ০২ ৩৮   আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ১৪ ০২ ৩৮

রোহিতের অবসর নয়, পরিকল্পিত বিশ্রাম

পুষ্প প্রভাত ডেক্স

কলকাতা, ১৮ জানুয়ারি

আজকের ম্যাচকে কেন্দ্র করে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে নিয়ে জল্পনা তৈরি হলেও বাস্তবে বিষয়টি সম্পূর্ণ আলাদা। তাঁদের ম্যাচ সংখ্যা সীমিত রাখা, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট এবং ভবিষ্যৎ টুর্নামেন্টের প্রস্তুতির অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকের ম্যাচটিই যে জুনের তৃতীয় সপ্তাহ পর্যন্ত তাঁদের শেষ আন্তর্জাতিক ম্যাচ—এমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা ভারতীয় ক্রিকেট বোর্ড বা নির্বাচকদের তরফে করা হয়নি।

বর্তমান ভারতীয় দলের প্রেক্ষাপটে রোহিত শর্মা ও বিরাট কোহলি দু’জনই সিনিয়র ক্রিকেটার। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ার, বয়স এবং সামনে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা থাকায় তাঁদের সব সিরিজে খেলানো হচ্ছে না। বিশেষ করে দ্বিপাক্ষিক বা তুলনামূলক কম গুরুত্বের সিরিজে বিশ্রাম দেওয়ার প্রবণতা এখন ভারতীয় দলে স্বাভাবিক রোটেশন নীতির অংশ।

এর ফলে অনেক সময় একটি ম্যাচ বা সিরিজ শেষ হলেই তাঁদের ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন উঠছে। তবে বাস্তবে এটি কোনো স্থায়ী বিরতি বা অবসরের ইঙ্গিত নয়। জুনের তৃতীয় সপ্তাহ পর্যন্ত যদি ভারতীয় দলের আন্তর্জাতিক সূচি সীমিত থাকে, অথবা সেই সময়ের কোনো সিরিজে তাঁদের বিশ্রামে রাখা হয়, সেটিকে পরিকল্পিত ব্যবস্থাপনা হিসেবেই দেখা উচিত।

অতীতেও বড় টুর্নামেন্টের আগে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে একাধিক সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। এরপর গুরুত্বপূর্ণ ম্যাচ বা প্রতিযোগিতায় তাঁরা আবার দলে ফিরেছেন। এই দুই অভিজ্ঞ ব্যাটার এখনো ভারতীয় দলের ব্যাটিংয়ের প্রধান ভরসা। চাপের ম্যাচে তাঁদের অভিজ্ঞতা দলের জন্য অত্যন্ত মূল্যবান।

সব মিলিয়ে বলা যায়, আজকের ম্যাচটি হয়তো সাময়িকভাবে তাঁদের পরবর্তী আন্তর্জাতিক ম্যাচের আগে শেষ উপস্থিতি হতে পারে। কিন্তু একে কোনোভাবেই অবসর বা ক্যারিয়ারের শেষ অধ্যায় হিসেবে দেখার কারণ নেই। পরিস্থিতি, সূচি ও দলের প্রয়োজন অনুযায়ী রোহিত শর্মা ও বিরাট কোহলি আবারও ভারতের জার্সিতে মাঠে ফিরবেন—এটাই বাস্তবসম্মত মূল্যায়ন।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর